০৭ ডিসেম্বর ২০২৪, শনিবার, ০৫:০৫:২০ অপরাহ্ন
তারুণ্যের উৎসবের উদ্বোধন রোববার
  • আপডেট করা হয়েছে : ২৯-১১-২০২৪
তারুণ্যের উৎসবের উদ্বোধন রোববার

তারুণ্যের উৎসব ২০২৫-এর মিডিয়া লঞ্চিং হবে আগামী রোববার। বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) ২০২৫-কে কেন্দ্র করে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজনে এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সহযোগিতায় ১ ডিসেম্বর সকাল সাড়ে ১০টায় ঢাকায় হোটেল ইন্টারকন্টিনেন্টালের রূপসী বাংলা গ্র্যান্ড বলরুমে এই মিডিয়া লঞ্চিং অনুষ্ঠিত হবে। 


বৃহস্পতিবার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানানো হয়। 


তারুণ্যের উৎসব ২০২৫-এর প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে, এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই'। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। প্রধান উপদেষ্টার কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন। 


এ ছাড়া অনুষ্ঠানে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবসহ অন্যান্য মন্ত্রণালয়ের সচিবগণ উপস্থিত থাকবেন। অনুষ্ঠানে তারুণ্যের উৎসব ২০২৫-এর লোগো এবং বাংলাদেশ প্রিমিয়ার লীগ ২০২৫-এর মাসকাট উন্মোচন করা হবে।


শেয়ার করুন