০৭ ডিসেম্বর ২০২৪, শনিবার, ০৬:৪৬:৫৬ অপরাহ্ন
মোস্তাফিজদের নিয়ে বার্তা দিল চেন্নাই সুপার কিংস
  • আপডেট করা হয়েছে : ২৭-১১-২০২৪
মোস্তাফিজদের নিয়ে বার্তা দিল চেন্নাই সুপার কিংস

সৌদি আরবের জেদ্দায় বসেছিল আইপিএলের মেগা নিলাম। জমজমাট এ আসরে হতাশায় কেটেছে বাংলাদেশি ক্রিকেটারদের। এবারই সর্বোচ্চসংখ্যক ১২ বাংলাদেশি ক্রিকেটার দলপ্রত্যাশী ছিলেন। যদিও মুস্তাফিজুর রহমান ও রিশাদ হোসেন নিলামে তোলা হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত আইপিএলের কোনো ফ্র্যাঞ্চাইজি বাংলাদেশি কোনো ক্রিকেটারকে দলে টানেনি। দল পাননি কেউ-ই। 


আইপিএলে খেলে আসা মুস্তাফিজের দল না পাওয়া যেন মেনে নিতে পারছেন না বাংলাদেশের ক্রিকেটভক্তরা। বিশেষ করে গেল বছর চেন্নাইয়ের হয়ে ৯ ম্যাচে ১৪ উইকেট পাওয়া এ বোলারের প্রতি আগ্রহ না থাকায় বিস্মিত অনেকেই। অন্তত চেন্নাই সুপার কিংসের হয়ে মুস্তাফিজকে দ্বিতীয় মৌসুমে প্রত্যাশা করেছিলেন অনেকেই।


নিলাম শেষে এরই মধ্যে নিজেদের স্কোয়াড সাজিয়েছে আইপিএলের ১০ ফ্র্যাঞ্চাইজি। চেন্নাই সুপার কিংসও আগামী আসরের জন্য স্কোয়াড ঘুছিয়ে ফেলেছে। নিলামের আগে বেশ কিছু ক্রিকেটার তারা ছেড়ে দিয়েছিল এবং নিলামেও তাদের নিয়ে আগ্রহ দেখায়নি। এ তালিকায় মুস্তাফিজ ছাড়াও ছিলেন নিউজিল্যান্ডের ড্যারিল মিচেলসহ আরও অনেকেই।


এদিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজেদের পেজে মুস্তাফিজদের স্মরণ করল চেন্নাই সুপার কিংস। সেই সঙ্গে একটি বার্তাও দিয়েছে কর্তৃপক্ষ— সাহস নিয়ে আমাদের হয়ে লড়ার জন্য ধন্যবাদ। তোমাদের প্রাণশক্তি চিরদিনই আমাদের গর্বের অংশ হয়ে থাকবে। তোমাদের ভবিষ্যৎ লড়াইয়ের জন্য শুভকামনা। সবসময়ের জন্য।


উল্লেখ্য, সানরাইজার্স হায়দরাবাদ দিয়ে মুস্তাফিজুর রহমানের আইপিএলের যাত্রা। এরপর মুম্বাই হয়ে গেছেন রাজস্থান রয়্যালসে। সেখান থেকে দিল্লির দরবার ঘুরে সর্বশেষ আসরে চেন্নাইয়ে ভিড়েছিলেন এ পেসার। তবে মেগা নিলামের আগে তাকে ছেড়ে দেয় মহেন্দ্র সিং ধোনির দল। মেগা নিলামে এ বাঁহাতি পেসারের প্রতি আগ্রহ দেখায়নি চেন্নাইসহ কোনো ফ্র্যাঞ্চাইজি।


শেয়ার করুন