০৭ ডিসেম্বর ২০২৪, শনিবার, ০৬:১২:৪১ অপরাহ্ন
আইপিএলের সবচেয়ে দামি খেলোয়াড় আইয়ার
স্টাফ রিপোর্টার :
  • আপডেট করা হয়েছে : ২৪-১১-২০২৪
আইপিএলের সবচেয়ে দামি খেলোয়াড় আইয়ার

দীর্ঘ প্রতীক্ষার পর শুরু হলো আইপিএল ২০২৫ আসরের মেগা নিলাম। বিশ্বের অন্যতম জমজমাট ক্রিকেট টুর্নামেন্টের খেলোয়াড় বিকিকিনির দিকে চোখ ক্রিকেটার থেকে শুরু করে ভক্ত-সমর্থকদের। মেগা এই নিলামে ২০৪ স্লটের বিপরীতে দল পেতে লড়ছেন ৫৭৪ ক্রিকেটার। মারকুই ক্যাটাগরি থেকে এবার রেকর্ড গড়লেন ভারতীয় তারকা ব্যাটার শ্রেয়াস আইয়ার।

রোববার (২৪ নভেম্বর) সৌদি আরবে অনুষ্ঠিরত মেগা নিলাম শুরু হয় বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৪টায়। গত আসরে এই আইয়ারের হাত ধরে শিরোপা জিতেছিল কলকাতা নাইট রাইডার্স। এবার কলকাতা রিটেন না করলেও নিলামে তাকে নিয়ে দারুণ লড়াই করে দিল্লি ক্যাপিটালস ও পাঞ্জাব কিংস। শেষমেশ নিলামে তাকে ২৬ কোটি ৭৫ লাখ রুপিতে দলে নেয় পাঞ্জাব। তার ভিত্তিমূল্য ছিল ২ কোটি রুপি।

২০২৫ আইপিএল আগামী ১৪ মার্চ শুরু হয়ে ফাইনাল অনুষ্ঠিত হবে ২৫ মে। আইপিএল কর্তৃপক্ষ ফ্র্যাঞ্চাইজিগুলোকে জানিয়েছে, বেশির ভাগ আইসিসি পূর্ণ সদস্যদেশের খেলোয়াড়েরা পরবর্তী তিন বছর আইপিএলে খেলার বিষয়ে নিজ দেশের বোর্ড থেকে সম্মতি পেয়েছেন। তবে এর মধ্যে পাকিস্তান নেই। ভারত ও পাকিস্তানের মধ্যে রাজনৈতিকভাবে বৈরী সম্পর্ক থাকায় ২০০৮ সালে আইপিএলের প্রথম সংস্করণের পর এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে খেলছেন না পাকিস্তানের ক্রিকেটাররা।

শেয়ার করুন