২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার, ০৯:১৭:৫৪ অপরাহ্ন
বঙ্গবন্ধু সেতুতে টো‌ল আদায়ের রেকর্ড
  • আপডেট করা হয়েছে : ০৮-০৭-২০২২
বঙ্গবন্ধু সেতুতে টো‌ল আদায়ের রেকর্ড

এবারের ঈদযাত্রায় বঙ্গবন্ধু সেতু‌তে টো‌ল আদা‌য়ের রেকর্ড সৃ‌ষ্টি হ‌য়ে‌ছে। গত ২৪ ঘণ্টায় সেতুর দুই পা‌ড়ে প্রায় সা‌ড়ে তিন কো‌টি টাকার টোল আদায় হ‌য়ে‌ছে। 


শুক্রবার (৮ জুলাই) দুপুরে বাংলা‌দেশ সেতু কর্তৃপ‌ক্ষের বঙ্গবন্ধু সেতু সাইট অফি‌সের নির্বাহী প্রকৌশলী এহসান মাসুদ বাপ্পী ঢাকা পোস্টকে বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ন।   



জানা গে‌ছে, বঙ্গবন্ধু সেতু‌তে বৃহস্প‌তিবার (৭ জুলাই) সকাল থেকে শুক্রবার (৮ জুলাই ) সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় দুই পা‌ড়ে টোল আদায় হ‌য়ে‌ছে ৩ কো‌টি ৪০ লাখ ৭ হাজার ৭০০ টাকা। এই সময়ে প‌রিবহন পারাপার হ‌য়েছে ৪৩ হাজার ৫৯৫‌টি। এতে সেতুর পূর্ব টোলপ্লাজা দি‌য়ে উত্তরবঙ্গের দিকে ২৫ হাজার ১১৩‌টি প‌রিবহন পার হ‌য়ে‌ছে। অন‌্যদি‌কে উত্তরবঙ্গ থে‌কে ঢাকাগামী ১৮ হাজার ৪৮২‌টি প‌রিবহন সেতুর প‌শ্চিমপাড় টোল প্লাজা অতিক্রম ক‌রে‌ছে । এছাড়াও ৬ হাজার ৩৪১টি মোটরসাইকেল সেতু পারাপার হ‌য়েছে। 


এর আগে ঈদুল ফিত‌রের সময় গত ২৯ এপ্রিল সর্বশেষ বঙ্গবন্ধু সেতু দি‌য়ে ৪৪ হাজার ২৭৪‌টি প‌রিবহন পারপা‌রের বিপরী‌তে সেতু‌তে টোল আদায় হ‌য়ে‌ছিল ৩ কো‌টি ১৯ লাখ ৭ হাজার ২০০টাকা। 


বাংলা‌দেশ সেতু কর্তৃপ‌ক্ষের বঙ্গবন্ধু সেতু সাইট অফি‌সের নির্বাহী প্রকৌশলী এহসান মাসুদ বাপ্পী ব‌লেন, সেতুতে টো‌ল আদায়ের সব রেকর্ড ভঙ্গ হয়েছে। গত ২৪ ঘণ্টায় সেতুতে স‌র্বোচ্চ টোল আদায় হ‌য়ে‌ছে। 

শেয়ার করুন