০৪ নভেম্বর ২০২৪, সোমবার, ১০:৫২:২০ অপরাহ্ন
রেললাইনে শুয়ে আত্মহত্যার চেষ্টা, হার্ড ব্রেকে ট্রেনের ইঞ্জিন বিকল
  • আপডেট করা হয়েছে : ১৭-১০-২০২৪
রেললাইনে শুয়ে আত্মহত্যার চেষ্টা, হার্ড ব্রেকে ট্রেনের ইঞ্জিন বিকল

নরসিংদীতে রেললাইনে শুয়ে লতিফা বেগম (৭০) নামে এক বৃদ্ধা আত্মহত্যার চেষ্টা করছিলেন। এ সময় তাকে বাঁচাতে গিয়ে ট্রেনের চালক হার্ড ব্রেক করেন। এতে বিকল হয়ে যায় ট্রেনের ইঞ্জিন।


বুধবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় নরসিংদী রেলওয়ে স্টেশনের পুলিশ ফাঁড়ির সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় সোয়া ১ ঘণ্টা বন্ধ ছিল ট্রেন চলাচল। 


জানা গেছে, বৃদ্ধা লতিফা বেগম শহরের কাউরিয়াপাড়া এলাকার জয়নাল আবেদীনের স্ত্রী। ছেলের ওপর অভিমান করে ট্রেনের নিচে আত্মহত্যার চেষ্টা করেছিলেন তিনি।


রেলওয়ে পুলিশ ও ট্রেন যাত্রীরা জানান, বিকেল সোয়া ৫টা দিকে ঢাকা অভিমুখী কর্ণফুলী এক্সপ্রেস ট্রেন নরসিংদী রেলওয়ে স্টেশনে প্রবেশ করছিল। ট্রেনটি ২ নম্বর লাইন থেকে ১ নম্বর লাইনে কিছুটা প্রবেশ করলে নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির সামনের এক নম্বর রেললাইন এক নারী শুয়ে থাকতে দেখে হার্ড ব্রেক করেন চালক। এতে ট্রেনটির ইঞ্জিন বিকল হয়ে পড়লে ঢাকাগামী ১ ও ২ নম্বর লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থল গিয়ে ওই বৃদ্ধাকে উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে যায়।


স্টেশন মাস্টার একেএম মুসা গণমাধ্যমকে বলেন, 'ট্রেনটির স্টেশনে দাঁড়ানো কথা থাকায় গতি তুলনামূলক কম ছিল। তারপরও হার্ড ব্রেক করায় ইঞ্জিন বিকল হয়ে যায়।'


এদিকে ইঞ্জিন বিকল হয়ে নরসিংদী রেলওয়ে স্টেশনে কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনটি আটকা পড়লে ঢাকা রুটে প্রায় সোয়া এক ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল। পরে পেছনে খানাবাড়ি স্টেশনে আটকে পড়া মহানগর এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন ঘটনাস্থলে এনে কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনটি সরানো হয়।


নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. শহিদুল্লাহ বলেন, বার্ধক্যজনিত কারণে বৃদ্ধা লতিফা বেগম বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন। তার এ অসুস্থতার জন্য প্রতিমাসে ওষুধ খরচ বাবদ ৪ হাজার টাকা ব্যয় হয়। যার পুরো খরচ বহন করেন বৃদ্ধার ছেলে। এ নিয়ে সম্প্রতি লতিফা বেগমকে বিভিন্ন কথা শুনায় ছেলে। এ ঘটনার জেরে তিনি ছেলের ওপর অভিমান করে বুধবার বিকালে আত্মহত্যা করতে এসেছিলেন।


শেয়ার করুন