১৪ অক্টোবর ২০২৫, মঙ্গলবার, ০১:১৩:০১ অপরাহ্ন
বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে কুপিয়ে হত্যার অভিযোগ
  • আপডেট করা হয়েছে : ১০-০৯-২০২৪
বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে কুপিয়ে হত্যার অভিযোগ

বগুড়া সদরে মিজানুর রহমান মিজান (৩৫) নামে স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। 


সোমবার (১০ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে সদর উপজেলার গোকুল বন্দরে এ ঘটনা ঘটে। সদর থানার ওসি সাইহান ওলিউল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন। নিহত মিজান বগুড়া সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও গোকুল উত্তরপাড়ার গ্রামের মৃত আফছার আলী সাকিদারের ছেলে।


স্থানীয় সূত্রে পুলিশ জানায়, মিজান কয়েকজনের সঙ্গে গোকুল বন্দরের গোডাউন এলাকায় গল্প করছিলেন। এ সময় দুর্বৃত্তরা সেখানে আসে। তারা মিজানকে ঘিরে ফেলে এবং ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে চলে যায়।


গুরুতর অবস্থায় মিজানকে উদ্ধার করে প্রথমে স্থানীয় টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শেয়ার করুন