০৭ অক্টোবর ২০২৪, সোমবার, ০১:০৩:৩২ পূর্বাহ্ন
সাকিবের পর ফিরলেন মাহমুদউল্লাহও
  • আপডেট করা হয়েছে : ১২-০৫-২০২৪
সাকিবের পর ফিরলেন মাহমুদউল্লাহও

ফিরে গেলেন মাহমুদউল্লাহ। মুজারাবানিকে টেনে মারতে গিয়েছিলেন। এবার কাভার থেকে পেছন দিকে গিয়ে ভালো ক্যাচ নিয়েছেন সিকান্দার রাজা। ৪৪ বলে ৫৫ রানে থেমেছে মাহমুদউল্লাহর ইনিংস। 


এর আগে সাকিবকে ফেরান জঙ্গুয়ে। লুক জঙ্গুয়ের পায়ের ওপর করা ডেলিভারি ফ্লিক করার চেষ্টায় সামনের কানায় লেগে ডিপ মিড উইকেটে ধরা পড়লেন সাকিব আল হাসান। সীমানা থেকে অনেকটা দৌড়ে দারুণ ক্যাচ নিলেন ব্রায়ান বেনেট। ১ ছক্কায় ১৭ বলে ২১ রান করে ফেরেন সাকিব। 


২০ ওভার শেষে বাংলাদেশের দলীয় রান ১৫৭। ইতোমধ্যে চলে গেছে ৬ উইকেট।


শেয়ার করুন