১৬ মে ২০২৪, বৃহস্পতিবার, ০৭:১৫:১৮ অপরাহ্ন
কেন্দ্রে ভোটার টানতে নানা উদ্যোগ আ. লীগের
  • আপডেট করা হয়েছে : ২৯-০৪-২০২৪
কেন্দ্রে ভোটার টানতে নানা উদ্যোগ আ. লীগের

দ্বাদশ জাতীয় সংসদের পর উপজেলা নির্বাচনেও অংশ নিতে ভোটারদের নিরুৎসাহিত করছে বিএনপি। ভোটারদের কেন্দ্রে যাওয়া ঠেকাতে বিভিন্নভাবে আহ্বান জানানো হচ্ছে। পাশাপাশি প্রচারপত্র বিতরণের উদ্যোগ নিয়েছে দলটি। অন্যদিকে ক্ষমতাসীন আওয়ামী লীগ গত নির্বাচনের মতোই ভোটারদের কেন্দ্রমুখী করতে নানামুখী উদ্যোগ


নিয়েছে। গত সপ্তাহে দলটির প্রচার ও প্রকাশনা উপকমিটির এক সভায় এ সংক্রান্ত নির্দেশনা দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। লিফলেট বিতরণের পাশাপাশি জনসংযোগ করার নির্দেশনাও দেন তিনি।


আওয়ামী লীগের নির্দেশনা অনুযায়ী প্রার্থীরা জনসংযোগের সময় উপজেলা নির্বাচন গ্রহণযোগ্য করার অঙ্গীকার ব্যক্ত করেছেন। ভোটারদের কেন্দ্রে গিয়ে নিজের অধিকার ও মতামত প্রকাশের আহ্বান জানাচ্ছেন তারা। প্রার্থীরা বলছেন, বিএনপিবিহীন উপজেলা নির্বাচনও সুষ্ঠু, গ্রহণযোগ্য এবং অংশগ্রহণমূলক হবে। দল কাউকে দায়িত্ব নিয়ে পাশ করিয়ে আনবে না। নিজের যোগ্যতায় সবাইকে বিজয়ী হয়ে আসতে হবে। দলের কোনো নেতা যদি স্বাভাবিক ভোটের পরিবেশ বিঘ্ন ঘটায়, সে ক্ষেত্রে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আগামীকাল দলের কার্যনির্বাহী সংসদের সভায় এ বিষয়ে আরও বিস্তারিত নির্দেশনা ও পরামর্শ আসবে বলেও জানান আওয়ামী লীগ নেতারা।


আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন বলেন, ‘দলের তৃণমূল নেতাকর্মীদের উপজেলা নির্বাচনে সপরিবারে ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ এবং নিজ নিজ এলাকার জনগণকে উদ্বুদ্ধ করতে অনুরোধ করা হচ্ছে। পাশাপাশি প্রার্থীগণও নিজ দায়িত্বে ভোটারদের ভোটকেন্দ্রে আনতে কাজ করছেন।’


দলের আরেক সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল বলেন, ‘নির্বাচন যেন সুষ্ঠু, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক হয়, সে জন্য দলের প্রতীক ছাড়াই নির্বাচনে অংশ নিচ্ছে আওয়ামী লীগ। আর ভোটারদের মনে যেন কোনো ধরনের শঙ্কা না থাকে, সে জন্য দল থেকে প্রচারপত্র এবং বক্তৃতা থেকে নিশ্চয়তা দেওয়া হচ্ছে। আশা করি ভোটাররা আমাদের দলের প্রতি আস্থা রেখে ভোটকেন্দ্রে যাবেন।’ তিনি বলেন, ‘জাতীয় নির্বাচনেও দেশের মানুষ বিএনপির আহ্বানে সাড়া দেয়নি, উপজেলা নির্বাচনেও সাড়া দেবে না। আমরা আশাবাদী, ভোটাররা তাদের মূল্যবান ভোট প্রদান করে পছন্দের প্রার্থীকে বিজয়ী করবেন।’


ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুণ জানান, তিনি দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নিকট থেকে লিফলেট গ্রহণ করেছেন। দলের নির্দেশ অনুযায়ী ঢাকা জেলার আওতাধীন এলাকায় তা বিতরণ করছেন। সভা-সমাবেশে জনগণকে ভোটকেন্দ্রে আসার জন্য আহ্বান করছেন। দলের নির্দেশ ও নির্বাচন কমিশনের আচরণবিধি মেনে এই আহ্বান নির্বাচন অবধি চালিয়ে যাবেন বলেও জানান তিনি।


শেয়ার করুন