৩০ এপ্রিল ২০২৪, মঙ্গলবার, ০৯:৫৬:২২ পূর্বাহ্ন
বাঘায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ প্লাস্টিক গোডাউনের ৪০ শ্রমিকের মাঝে খাদ্য সহায়তা প্রদান
  • আপডেট করা হয়েছে : ০৮-০৪-২০২৪
বাঘায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ প্লাস্টিক গোডাউনের ৪০ শ্রমিকের মাঝে খাদ্য সহায়তা প্রদান

রাজশাহীর বাঘায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ প্লাস্টিক গোডাউনের ৪০ জন শ্রমিকের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নির্বাহী কর্মকর্তা তরিকুল ইসলাম সোমবার (৮ এপ্রিল) দুপুরে প্রতি জনকে ১৫ কেজি করে চাল প্রদান করেন।


জানা যায়, উপজেলার বাজুবাঘা ইউনিয়নের তেপুকুরিয়া গ্রামে ইনছার আলীর আলিফ ট্রেডার্সে শুক্রবার (৫ এপ্রিল) বেলা ৩টার দিকে প্লাস্টিকের গোডাউনে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। মুহুর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে সর্বত্র। স্থানীয়রা আগুন নিয়ন্ত্রন করতে না পেরে বাঘা, চারঘাট, পুঠিয়া ও লালপুর সিভিল ডিফেন্স ও ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট তিন ঘন্টার আগুন নিয়ন্ত্রন করেন। এখানে কাজ করতনে ৪০ জন শ্রমিক। এরমধ্যে ২৩ জন শ্রমিক ও ১০ জন ভ্যান চালক কাজ করে। ৩৩ শতাংশ জমির উপর প্লাস্টিকের কারখানা গড়ে তুলেন। কারখানায় ১ লাখ ক্যারেট, ১ লাখ বস্তা, ২৬ টন কাগজ, ৫০ টন ক্যারেটের কুচি, ২৫ হাজার কাটুন, ক্যারেট ভাঙা মেশিনসহ প্রায় ৩ কোটি টাকার মালামাল ছিল।


আগুন নেভাতে গিয়ে গোডাউন মালিক মুনছার আলী, ইনছার আলী, ইয়াজুল ইসলাম, শ্রমিক আয়ুব আলী, রেজাউল করিম, আমিরুল ইসলাম, সবুজ রানাসহ ৭ জন আহত হয়।


খাদ্য সহায়তা প্রদানের সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তরিকুল ইসলাম, উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. লায়েব উদ্দিন লাভলু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহামুদুর রহমান।


শেয়ার করুন