০৩ মে ২০২৪, শুক্রবার, ০৮:৪৯:৪৯ পূর্বাহ্ন
ইসরাইলের পর এবার যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিল ইরান
  • আপডেট করা হয়েছে : ০৬-০৪-২০২৪
ইসরাইলের পর এবার যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিল ইরান

ইরান যুক্তরাষ্ট্র সরকারকে লিখিত বার্তা দিয়ে নেতানিয়াহুর ‘ফাঁদে’ না জড়াতে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের প্রেসিডেন্টের সহযোগী মোহাম্মাদ জামশিদি।

যুক্তরাষ্ট্র ইরানকে আমেরিকান স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু না করার আহ্বান জানিয়েছে। এর জবাবে ইরান বলেছে, ইসরাইল থেকে ‘দূরে থাকো, যাতে তুমি আঘাত না পাও।’ 

তাৎক্ষণিকভাবে এ বিষয়ে যুক্তরাষ্ট্রের কোনো মন্তব্য পাওয়া যায়নি।

সিরিয়ার রাজধানী দামেস্কে সৌদি কনস্যুলেটে বিমান হামলায় দুই জেনারেলসহ ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) সদস্য নিহত হওয়ার ঘটনায় ইসরাইলকে দায়ী করেছে ইরান।

এর আগে ইসরাইলের কনস্যুলেট হামলার প্রতিশোধ নেবে ইরান। এ নিয়ে ইসরাইলকে এবার কড়া হুঁশিয়ারি দিল তেহরান। ইরানের এ হামলার আশঙ্কায় রীতিমতো ভয়ে আছে ইসরাইল। ইতোমধ্যে কড়া নিরাপত্তার চাদরে ঢেকে গেছে তেলআবিব। জোরদার করা হয়েছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। 

বৃহস্পতিবার থেকে বাতিল করা হয়েছে সেনাবাহিনীর ছুটি। বন্ধ করা হয়েছে দেশটির জিপিএস সেবা। যুদ্ধের শঙ্কায় পূর্বের আশ্রয়কেন্দ্রগুলো খোলার পরিকল্পনা করছে ইসরাইল। 

সূত্র: দ্যা গার্ডিয়ানের ও ব্লুমবার্গ মিডল ইস্ট।

শেয়ার করুন