 
                         
                    
                                            
                        
                             
                        
সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনি, এমপি আগামীকাল (২০ মার্চ) দুই দিনের সরকারি সফরে রাজশাহী আসবেন। বুধবার সকাল নয়টায় তিনি বিমানযোগে রাজশাহী এসে পৌঁছবেন।
বেলা এগারোটায় তাহেরপুরে শেখ রাসেল পৌর অডিটোরিয়ামে সুধী সমাবেশ ও অসহায়দের হাতে ইদ উপহার তুলে দিবেন। দুপুর আড়াইটায় তাহেরপুর পৌরসভার ৮ নং ওয়ার্ডে তাহেরপুর পৌরসভায় বিশুদ্ধ পানি সরবরাহ কার্যক্রমের উদ্বোধন করবেন। বিকাল সাড়ে চারটায় বাগমারার জামগ্রাম উচ্চ বিদ্যালয় মাঠে বাগমারা উপজেলা ও তাহেরপুর পৌর আওয়ামী লীগ এবং অন্যান্য ভ্রাতৃপ্রতীম অঙ্গসংগঠনসমূহের নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় করবেন।
পরদিন বৃহস্পতিবার (২১ মার্চ) সকাল সাড়ে নয়টায় তিনি বিমানযোগে ঢাকার উদ্দেশে রাজশাহী ত্যাগ করবেন।

