২৯ এপ্রিল ২০২৪, সোমবার, ০৭:৫৪:১০ অপরাহ্ন
বগুড়ায় পুলিশের সঙ্গে হরতাল সমর্থকদের সংঘর্ষ, শিশুসহ গুলিবিদ্ধ ৫
  • আপডেট করা হয়েছে : ২৯-১০-২০২৩
বগুড়ায় পুলিশের সঙ্গে হরতাল সমর্থকদের সংঘর্ষ, শিশুসহ গুলিবিদ্ধ ৫

বগুড়া সদরে বাঘোপাড়া পাড়া এলাকায় পুলিশের সঙ্গে হরতাল সমর্থকদের ব্যাপক সংঘর্ষ হয়েছে। এ সময় পুলিশের গুলিতে শিশুসহ পাঁচজন আহত হয়েছে। অন্যদিকে বিএনপি কর্মী-সমর্থকদের ছোড়া ইট পাটকেলে আহত হয়েছেন পুলিশের দুই সদস্য। 


আজ রোববার বেলা ১১টা থেকে ঘণ্টাব্যাপী এ সংঘর্ষ চলে। 


গুলিবিদ্ধেরা হলেন—নয়ন (৩০) রাজু (২২) আওলাদ (২৩) গফুর (২২) এবং ১০ বছর বয়সী শিশু মাহি। তাদের স্থানীয় টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 


অন্যদিকে ইট-পাটকেলের আঘাতে দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। তবে আহতদের নাম পরিচয় জানা যায়নি। 



প্রত্যক্ষদর্শীরা বলছে, হরতালের সমর্থনে বগুড়া-রংপুর মহাসড়কে বগুড়া সদরের বাঘোপাড়া খেলাঘর এলাকায় শতাধিক নারী-পুরুষ সকাল ১০টার দিকে মহাসড়কে অবস্থান নেন। তারা যানবাহন চলাচল বন্ধ করে দিয়ে হরতালের সমর্থনে পিকেটিং শুরু করেন। এ সময় ডিবি পুলিশের একটি দল সেখানে পৌঁছে মহাসড়ক থেকে বিএনপির কর্মী সমর্থকদের সরিয়ে দেওয়ার চেষ্টা করলে সংঘর্ষ শুরু হয়। 


বিএনপির কর্মী সমর্থকদের ধাওয়া এবং নিক্ষিপ্ত ইট-পাটকেলে পুলিশ পিছু হটে। পরে বিপুলসংখ্যক পুলিশ সেখানে গিয়ে ধাওয়া করে। এ সময় বিএনপির কর্মী-সমর্থকেরা পাল্টা প্রতিরোধ গড়ে তুললে পুলিশ শটগানের গুলি ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়। 


শেয়ার করুন