২৭ এপ্রিল ২০২৪, শনিবার, ০৮:৫০:৩৭ অপরাহ্ন
গাজীপুরে আজমেরি বাসে আগুন
  • আপডেট করা হয়েছে : ২৯-১০-২০২৩
গাজীপুরে আজমেরি বাসে আগুন

গাজীপুর মহানগরের কোনাবাড়ী কলেজ গেট এলাকায় একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার রাত পৌনে ৯ টার দিকে ওই ঘটনাটি ঘটে। 


প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার রাত ৯ টার দিকে ৪-৫ জন যুবক কোনাবাড়ি কলেজগেটে থাকা একটি আজমেরি বাসে ভাংচুর শুরু করেন। পরে তারা পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। পরে লোকজন দেখে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে।


প্রত্যক্ষদর্শী ট্রাক চালক বিল্লাল হোসেন বলেন, রাত ৯ দিকে ৪-৫ জন যুবক মোটরসাইকেলে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দ্রুত চলে যায়। এসময় তারা গাড়ির গ্লাসও ভাংচুর করেন। বাসটি ওখানে থামা অবস্থায় ছিল। 


বাসটির মালিক জামাল বলেন, সকাল থেকে বাসটি এখানেই ছিলো। রাতে আটটার দিকে পিছনে আরেকটি বাসে হাওয়া দিচ্ছিলাম। এর মধ্যে শুনি বাসের গ্লাস ভাঙার শব্দ। দৌঁড়ে এসে দেখি কিছু যুবক বাসের গ্লাস ভাঙচুর করে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। পরে আমিও তাদের পিছনে পিছনে দৌঁড় দেই। ঘুরে এসে দেখি পুরো বাসে আগুন জ্বলছে।


কোনাবাড়ী মেট্রো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আশরাফুল উদ্দিন বলেন,একটি বাসে আগুন দেওয়া হয়েছে। খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে এসেছি৷ কে বা কারা আগুন দিয়েছে বিষয়টি খতিয়ে দেখছি। ধারণা করছি যারা হরতাল দিয়েছে তারা ঘটাতে পারে।


শেয়ার করুন