২৭ এপ্রিল ২০২৪, শনিবার, ১১:৩৮:৫৫ পূর্বাহ্ন
রাজশাহীতে বিশ্ব বসতি দিবস পালন
  • আপডেট করা হয়েছে : ০২-১০-২০২৩
রাজশাহীতে বিশ্ব বসতি দিবস পালন

‘স্থিতিশীল নগর অর্থনীতির প্রবৃদ্ধি ও পুনরুদ্ধারে চেকসই নগর সমূহই চালিকা শক্তি’ শ্লোগান নিয়ে রাজশাহীতে পালিত হলো বিশ্ব বসতি দিবস। দিবসটি উপলক্ষে রাজশাহী বিভাগীয় কমিশনার ও রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষর উদ্যোগে আজ সোমবার সকাল ১০টায় বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা করা হয়েছে। একটি বর্ণাঢ্য র‌্যালী ।


বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে কোর্ট হয়ে পুনরায় বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সামনে এসে শেষ হয়। পরে বিভাগীয় কমিশনারের কার্যালয়ের হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


আরডিএ’র চেয়ারম্যান জিয়াউল হকের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মোহাম্মদ হুমায়ুন কবীর।


আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন, রাজশাহী রেঞ্জের ডিআইজি আনিসুর রহমান, পুলিশ কমিশনার বিপ্লব বিজয় তালুকদার, জেলা প্রশাসক শামীম আহমেদ, আরডিএ’র অথরাইড অফিসার আবুল কালাম আজাদ, রিয়েল এস্টেট এন্ড ডেভেলপার্স এসোশিয়েশনের সভাপতি তৌফিকুর রহমান লাভলু, সাধারণ সম্পাদক মিজানুর রহমান কাজিসহ রেডাভুক্ত সদস্যরা।


শেয়ার করুন