৩০ এপ্রিল ২০২৪, মঙ্গলবার, ১২:৪৮:২৭ পূর্বাহ্ন
সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন নিয়োগ বন্ধের দাবিতে রাজশাহীতে সংবাদ সম্মেলন
  • আপডেট করা হয়েছে : ৩০-০৯-২০২৩
সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন নিয়োগ বন্ধের দাবিতে রাজশাহীতে সংবাদ সম্মেলন

 সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত বেসরকারি কর্মচারীদের চাকুরী রাজস্বখাতে স্থানান্তর ও নতুন নিয়োগ বন্ধের দাবিতে রাজশাহীতে সংবাদ সম্মেলন করেছে সরকারি কলেজের বেসরকারি কর্মচারী ইউনিয়ন।


মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে রাজশাহী কলেজ প্রাঙ্গণে এই সংবাদ সম্মেলন আয়োজন করা হয়।


সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সরকারি কলেজের বেসরকারি কর্মচারী ইউনিয়নের, কেন্দ্রীয় কমিটির সভাপতি আলী মোর্তুজা পনির।


এসময় তিনি বলেন, সরকারি কলেজের বেসরকারি কর্মচারীদেরকে চাকুরি রাজস্বখাতে স্থানান্তর, সরকারি বেতন স্কেল অনুযায়ী বেতনভাতা প্রদান এবং অস্থায়ীভাবে কর্মরতদের ব্যতিরেকে নতুন নিয়োগ পদ্ধতি বন্ধ করতে হবে।


আমাদের এই দাবিগুলো আমলে নিয়ে ব্যবস্থা গ্রহণ না করা হলে বেসরকারি কর্মচারীরা চলমান নিয়োগের বিরুদ্ধে প্রতিদিন এক ঘন্টা কর্মবিরতি পালন করবে।


এসময় উপস্থিত ছিলেন, সরকারি কলেজের বেসরকারি কর্মচারী ইউনিয়নের সিনিয়র সহ-সভাপতি এহসানুল কবীর, মনোয়ার হোসেন মনু, সাধারণ সম্পাদক শাহ্ মো: ওমর ফারুক, সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন সরদার প্রমূখ।

শেয়ার করুন