৩০ এপ্রিল ২০২৪, মঙ্গলবার, ১২:১৪:৩০ পূর্বাহ্ন
জাতিসংঘ ব্যবস্থা অথর্ব ও খোঁড়া হয়ে গেছে: ইউরোপীয় কাউন্সিলের প্রধান
  • আপডেট করা হয়েছে : ২৩-০৯-২০২৩
জাতিসংঘ ব্যবস্থা অথর্ব ও খোঁড়া হয়ে গেছে: ইউরোপীয় কাউন্সিলের প্রধান

প্রতিকূল শক্তি ও পরিস্থিতির কারণে ‘অথর্ব ও খোঁড়া’ হয়ে গেছে জাতিসংঘের পুরো ব্যবস্থা। ইউরোপীয় কাউন্সিলের প্রধান চার্লস মিশেল নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশনে এই মন্তব্য করেছেন। এ সময় তিনি জাতিসংঘের সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়ন করা প্রক্রিয়াটিকে পুনরুজ্জীবিত করার আহ্বান জানান। তুরস্কের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 


চার্লস মিশেল বলেন, ‘আমাদের অবশ্যই নিজেদের দায়িত্ব গ্রহণ করতে হবে এবং এর অর্থ বহুপক্ষীয় সহযোগিতার ক্ষেত্রটিকে দৃঢ় ভিত্তির ওপর দাঁড় করানোর বিষয়ে এগিয়ে যাওয়া। সেই লক্ষ্যে আমাদের যা প্রয়োজন তা হলো—প্রথমে জাতিসংঘের বিষয়ে আস্থা পুনরুদ্ধার করা।’ তিনি আরও বলেন, ‘এখন আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো জরুরি সমস্যাগুলোর সমাধান করা এবং জাতিসংঘের ব্যবস্থা মেরামত করা।’ 


ইউরোপীয় কাউন্সিলের প্রধান আরও বলেন, ‘দারিদ্র্য নির্মূলে বৈশ্বিক যে প্রচেষ্টা ছিল, তা কমে গেছে এবং ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার যুদ্ধ বিশ্বে খাদ্য অনিরাপত্তা ও জ্বালানিসংকট তৈরি করেছে।’ এ সময় তিনি আরও বলেন, ‘করোনা মহামারি আমাদের যে জরুরি বোধ শিখিয়েছিল, তা আমরা হারিয়ে ফেলেছি। সামগ্রিকভাবে অগ্রগতি হচ্ছে খুবই ধীরগতিতে।’


এ সময় চার্লস মিশেল যেকোনো জরুরি পরিস্থিতিতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্যদের ভেটো ক্ষমতা সীমিত করার এবং এর বৈশ্বিক প্রতিনিধিত্বকে প্রসারিত করার লক্ষ্যে উদ্যোগের প্রতি তার সমর্থন ব্যক্ত করেন। এ সময় তিনি রাশিয়ার ইউক্রেন আগ্রাসনের কথা উল্লেখ করে বলেন, ‘বিগত ১৯ মাস ধরে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য রাশিয়া কোনো লজ্জা ছাড়াই তার প্রতিবেশী দেশকে দখল করার জন্য একটি যুদ্ধ চালিয়ে যাচ্ছে।’ 


মিশেল বলেন, ‘জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বর্তমান কাঠামো আজকের বৈশ্বিক পটভূমিকে যথাযথভাবে উপস্থাপন করতে সক্ষম নয় এবং বিষয়টি সংস্থাটির বৈধতাকে ক্ষুণ্ন করছে।’ এ সময় তিনি বলেন, জাতিসংঘকে গতিশীল করতে হলে এমন একটি মেকানিজম বা পদ্ধতি প্রতিষ্ঠিত করতে হবে, যা সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে অধিকাংশের মতামতকে প্রাধান্য দেবে এবং ভেটো ক্ষমতা আরও নমনীয়ভাবে প্রয়োগ করা হবে।


শেয়ার করুন