রাজশাহী বিভাগীয় সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর)। সংস্কৃতি মন্ত্রণালয়ের সহযোগিতায় রাজশাহী বিভাগীয় কমিশনার কার্যালয় এ উৎসবের আয়োজন করতে যাচ্ছে।
মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) সরকারি এক তথ্য বিবরণীতে এ কথা জানানো হয়েছে। এতে বলা হয়েছে- তিনটি পর্বে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত হবে। উৎসবের প্রথম পর্বে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠানটি উদ্বোধন করবেন সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব খলিল আহম্মদ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন রাজশাহী বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর। বেলা সোয়া ১১টায় শুরু হবে দ্বিতীয় পর্ব। এ সময় রাজশাহী বিভাগের আট জেলার পক্ষ থেকে আঞ্চলিক সংগীত পরিবেশন করা হবে। এছাড়া বিকেল ৪টায় অনুষ্ঠিত হবে তৃতীয় পর্ব। এতে সাংস্কৃতিক উৎসবের সমাপনী অনুষ্ঠিত হবে।





































