২৯ সেপ্টেম্বর ২০২৩, শুক্রবার, ০৫:২০:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
এমটিএফই কেলেঙ্কারি: দায় কার রাজশাহী ও নওগাঁর ২ গ্রামে যাচ্ছে শহরের সুবিধা বিশ্বে খাদ্য মূল্যস্ফীতি কমলেও দেশে বাড়ছে নির্বাচনে বিএনপি আসুক বা না আসুক—বিকল্প রেখে আওয়ামী লীগের ভোটের ছক রাজশাহীতে 'আইসিটি ইন এডুকেশন লিটারেসি ট্রাবলস্যুটিং ও মেইনটেনেন্স 'বিষয়ক ১০ দিন ব্যাপী প্রশিক্ষণের সমাপনী বেনাপোল কাস্টমসের ১৯ কেজি সোনা চুরি: সাক্ষ্য গ্রহণেই আটকা বিচার ২০৪০ সালে শীর্ষ ২০ অর্থনীতির একটি হবে বাংলাদেশ আ.লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশীদের বিলবোর্ড ব্যানার খুলে ফেলার অভিযোগ এবার সত্যিই মারা গেছেন বাংলাদেশের সাবেক কোচ হিথ স্ট্রিক ১৭ ব্যাংককে ৫০ হাজার কোটির বিশেষ সুবিধা
ভ্রমণশরতেও সুন্দর রিং তাং ঝরনা
  • আপডেট করা হয়েছে : ০৩-০৯-২০২৩
ভ্রমণশরতেও সুন্দর রিং তাং ঝরনা

প্রায় এক শ ফুট ওপর থেকে নিচে আছড়ে পড়ছে ঝরনার জল। আধা কিলোমিটার দূর থেকেও পর্যটকেরা শুনতে পান ঝরনার পানির প্রবাহের শব্দ। স্বাভাবিকভাবেই বর্ষাকালে রূপের ডালি মেলে দেয় এ ঝরনা। তবে বর্ষা পেরিয়ে শরতেও অটুট থাকে তার সৌন্দর্য।


রাঙামাটির কাপ্তাই উপজেলার ওয়াগ্গা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের দেবতাছড়ি দক্ষিণ পাড়ায় আশ্চর্য সুন্দর এই ঝরনার অবস্থান, নাম রিং তাং।


ঝিরিঝিরি শব্দে ওপর থেকে অবিরাম ধারায় পানি পড়ছে। আশপাশের সবুজ বনানী এবং পাখির কলতান আপনার জন্য বাড়তি পাওয়া। পাশের খাড়া পাহাড় এবং ঝরনা থেকে নেমে আসা জলধারা মৃদু শব্দে বয়ে চলেছে দেবতাছড়ি ছড়া ধরে।


দেবতাছড়ি পাড়ার কারবারি রাজ চন্দ্র তনচংগ্যা জানান, মারমা ভাষায় রি শব্দের অর্থ হলো পানি এবং তাং শব্দের অর্থ হলো তোলা বা ওঠানো। অনেক বছর আগে এই ঝরনার পাশে একটা মারমা পাড়া ছিল। সেখানকার মারমারা এই ঝরনা থেকে পানি তুলতেন বলে ঝরনাটি রি তাং নাম পায়।


শেয়ার করুন