২৯ এপ্রিল ২০২৪, সোমবার, ০১:১৬:৫৯ পূর্বাহ্ন
ঠাকুরগাঁও জেলা পুলিশের মাদকবিরোধী অভিযান বিপুলপরিমাণ মাদকসহ গ্রেফতার-১৩
  • আপডেট করা হয়েছে : ২৭-০৮-২০২৩
ঠাকুরগাঁও জেলা পুলিশের মাদকবিরোধী অভিযান বিপুলপরিমাণ মাদকসহ গ্রেফতার-১৩

পৌর শহরের গোবিন্দনগর মসজিদসংলগ্ন এলাকায় ১৬ পিস ইয়াবাসহ মোঃজনি (৩০) কে গ্রেফতার করা হয়। তারবিরুদ্ধে সদর থানারএসআই(নি:) মোঃ কামাল হোসেন বাদী হয়ে মামলা দায়েরকরেন। ২০ আগষ্ট পৌর শহরের মুন্সিপাড়া মহল্লায় অভিযান চালিয়ে ওই মহল্লার

মৃত বাবু হোসেনের স্ত্রী মোছাঃ আসমা বেগম (৩০) কে ১৫ পুরিয়া হিরোইনসহগ্রেফতার করা হয়। এ ঘটনায় সদর থানার এসআই (নি:) মোঃ আতাউর রহমান বাদী হয়েএকটি মামলা দায়ের করেন। একই দিনে সদর উপজেলার সালন্দর ইউনিয়নের ইয়াকুবপুরগ্রামে মোছাঃরিনা বেগম(৩৫) এর বাড়ি ঘেড়াও করে ১শ গ্রাম গাঁজা সহগ্রেফতার করা হয়। পুলিশ সুপার আরও জানান, ১৮ আগষ্ট সদর উপজেলার শীবগঞ্জ

বাজারের মাছ হাটির পার্শ্বে একটি পরিত্যাক্ত ট্রয়লেটের ভেতর থেকে মোঃমামুন ইসলাম ওরফে মন্টু (২৫) ও দবিদুর রহমান (৫০) কে ৪০ লিটার চোলাই মদ ও৪ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার করা হয়। এ ঘটনায় সদর থানার এসআই (নি:)মোঃমামুনুর রশিদ পিপিএম সেবা একটি মামলা দায়ের করেন। একই দিনে সদরউপজেলার জামালপুর মধ্য পারপুগী (শীবগঞ্জ বাজার) এলাকায় অভিযান চালিয়ে

ফয়সাল হোসেন (২৫) কে ৩০ লিটার চোলাই মদসহ গ্রেফতার করা হয়। এ ঘটনায় সদরথানার এসআই (নি:) চন্দন কুমার ঘোষ বাদী হয়ে একটিমামলা দায়ের করেন। ১৭আগষ্ট সদর উপজেলার রোড বালিয়াডাঙ্গী মোড়ে মেসার্স ইমু ইলেক্ট্রনিক্স এরদোকানের সামনে থেকে ২০ পুরিয়া গ্রাঁজাসহ মোঃহাবিবুর রহমান হাবিব (২৮) ওমোঃরবিউল ইসলাম (২০) কে গ্রেফতার করা হয়। এ ঘটনায় সদর থানার এসআই (নি:)

মোঃমানিক হোসেন বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। একই দিনে সদর উপজেলারসালন্দর চৌধুরী হাট চাষী ক্লাবের সামনে থেকে ১৪ পিস ট্যাপেনটাডল ট্যাবলেটসহ মোঃবিদ্যুৎ (২২) কে গ্রেফতার করে পুলিশ। এ ঘটনায় সদর থানার এসআই (নি:)খোকা চন্দ্র রায় বাদী হয়ে মামলা দায়ের করেন। ১৬ আগষ্ট সদর উপজেলারজগন্নাথপুর হাজীপাড়া চৌদ্দহাত কালিতলা হতে জাঠিভাঙ্গা পুকুরগামী

কাচারাস্তা থেকে মোঃরায়হান (২৫) ও মোঃ রনি মিয়া (২০) কে ১০ পিসট্যাপেনটাডল ট্যাবলেট ও ১৬ পুরিয়া গাঁজাসহ গ্রেফতার করা হয়। এ ঘটনায় সদর

থানার এসআই (নি:) মোঃ আতাউর রহমান বাদী হয়ে মামলা দায়ের করেন। একই দিনেসালন্দর তেলীপাড়া গ্রামে মাদকবিরোধী অভিযানে মোঃ সুমন (২২) কে ১৯ টিট্যাপেনটাডল ট্যাবলেট সহ গ্রেফতার করা হয়। এ ঘটনায় সদর থানার এসআই (নি:)

শেয়ার করুন