০৪ মে ২০২৪, শনিবার, ০২:০০:৩৩ পূর্বাহ্ন
হরিপুরে ৫৪টি শিক্ষা প্রতিষ্ঠানের অংশ গ্রহণে পাঠ্যাভ্যাস উন্নয়ন কর্মসূচির উদ্বুদ্ধকরণ কর্মশালা অনুষ্ঠিত।
  • আপডেট করা হয়েছে : ০৭-০৬-২০২৩
হরিপুরে ৫৪টি শিক্ষা প্রতিষ্ঠানের অংশ গ্রহণে পাঠ্যাভ্যাস উন্নয়ন কর্মসূচির উদ্বুদ্ধকরণ কর্মশালা অনুষ্ঠিত।

মোঃ রাজাবুল হক(রেজাউল) হরিপুর ঠাকুরগাঁও প্রতিনিধিঃ আজ ৭/৬/২০২৩ইং রোজ বুধবার  ঠাকুরগাঁও জেলার হরিপুরে বিশ্বসাহিত্য কেন্দ্রের পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচির আওতায় স্ট্রেংদেনিং রিডিং স্কিলস আ্যামাং সেকেন্ডারি স্টুডেন্টস স্কিম সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম, মাধ্যমিক ও উচ শিক্ষা অধিদপ্তর ঢাকা কর্তৃক পরিচালিত কর্মসূচির আওতায় একদিনের কর্মশালা অনুষ্ঠিত হয়। 

উক্ত কর্মশালার মূল প্রতিপাদ্য ছিল " শিক্ষা নিয়ে গড়ব দেশ শেখ হাসিনার বাংলাদেশ"।

কর্মশালায় সভাপতিত্ব করেন হরিপুর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব এ কে এম শরীফুল হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জনাব মোঃ জিয়াউল হাসান মুকুল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জনাব মোঃ রায়হানুল ইসলাম মিয়া, একাডেমিক সুপারভাইজার জনাব মোঃ শামসুল হক, সরকারি মোসলেম উদ্দিন কলেজের অধ্যক্ষ জনাব মোঃ সৈয়দুর রহমান, রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ ইজাজুল ইসলাম টিম ম্যানেজার পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচি বিশ্ব সাহিত্য কেন্দ্র।  


শেয়ার করুন