২৯ এপ্রিল ২০২৪, সোমবার, ০৩:৩২:০২ পূর্বাহ্ন
বাগমারা উপজেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সভা
  • আপডেট করা হয়েছে : ০৮-০১-২০২৩
বাগমারা উপজেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সভা

রাজশাহীর বাগমারায় আগামী জাতীয় নির্বাচন নৌকার বিজয়ের বিকল্প নেই। জাতীয় নির্বাচনের প্রস্তুতি এখন থেকেই গ্রহণ করতে হবে। জাতীয় নির্বাচন সবার আগে। নৌকার বিজয়ের লক্ষে নতুন পরিকল্পনা নিয়ে সামনে এগিয়ে যেতে হবে।

শনিবার(৭জানুয়ারি) বিকেলে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর কমপ্লেক্সের সভাকক্ষে উপজেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল হক এমপি।

তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ় নেতৃত্বে এগিয়ে চলেছে দেশের সকল উন্নয়ন। ২৯ জানুয়ারি রাজশাহীতে প্রধানমন্ত্রীর জনসভাকে জনস্রোতে পরিণত করতে হবে। আওয়ামী লীগের নেতাকর্মীকে সকল ষড়যন্ত্র প্রতিহত করতে হবে। আওয়ামী লীগ ক্ষমতায় আছে বলে দেশ এগিয়ে চলেছে। তাই প্রধানমন্ত্রীর সফরকে সপল করতে সবার অংশ গ্রহণ করতে হবে। সবাই ঐক্যবদ্ধ থাকলে আওয়ামী লীগের বিজয় নিশ্চিত। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কথায় স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল লোকজন। স্বাধীনতার সেই অর্জন ধরে রাখতে নৌকার বিজয় ঘটাতে হবে। দেশে উন্নয়নের ভিত্তি আরো শক্তিশালী করতে আওয়ামীলীগ সরকারকে আবারও ক্ষমতায় আনতে হবে। দলের সবাইকে সুসংগঠিত হয়ে সামনে এগিয়ে যেতে হবে। দলের মধ্যে থেকে সংগঠন বিরোধী কোন কাজ করা যাবে না।

তিনি আরো বলেন, আগামী নির্বাচনে রাজনীতিক পরিস্থিতি সাংগঠনিক ভাবেই এগিয়ে নিতে হবে। দ্বন্দ্ব সংঘাত ভুলে নৌকার বিজয়ে কাজ করতে হবে।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুলের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, রাজশাহী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও বাগমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান অনিল কুমার সরকার, সহ-সভাপতি এ্যাড. ইব্রাহীম হোসেন, কৃষি বিষয়ক সম্পাদক অধ্যক্ষ কুমার প্রতীক দাশ রানা, সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও ভবানীগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল মালেক মন্ডল, সহ-সভাপতি মতিউর রহমান টুকু, জাহাঙ্গীর আলম হেলাল, যুগ্ম সাধারণ সম্পাদক ও ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, চেয়ারম্যান আজাহারুল হক, লুৎফর রহমান, মহিলা লীগের সভাপতি কহিনুর বানু।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আহসান হাবিব, আফতাব উদ্দীন আবুল, মরিয়ম বেগম, যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজ উদ্দীস সুরুজ, মকবুল হোসেন, সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ, আল-মামুন, দপ্তর সম্পাদক নূরুল ইসলাম, সহ-দপ্তর সম্পাদক আব্দুল জলিল মাস্টার, কোষাধ্যক্ষ মাহমুদুর রহমান রেজা, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আব্দুল হাকিম, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক আব্দুল জব্বার মাস্টার, যুব ক্রীড়া বিষয়ক সম্পাদক আশিকুর রহমান সজল, তথ্য ও গবেষনা সম্পাদক আশরাফুল ইসলাম, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আলী হাসান, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আনোয়ার হোসেন, আইন বিষয়ক সম্পাদক মাজেদুর রহমান, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রভাষক মোসলেম উদ্দীন, ত্রান ও সমাজকল্যাণ সম্পাদক মাসুদ রানা কামাল, সাংস্কৃতিক সম্পাদক ইসমাইল হোসেন বেঙ্গল, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক আব্দুল মতিন, শ্রম সম্পাদক সাইফুল ইসলাম, মহিলা বিষয়ক সম্পাদিকা জাহানারা বেগম, ভাইলা ভাইস চেয়ারম্যান মমতাজ আক্তার বেবী, কার্যকরী কমিটির সদস্য আবুল কালাম আজাদ, সুরাত আলী, হাচেন আলী, কাউছার আলী, হাবিবুর রহমান মটর, শাহরিয়া আলী, বকুল খরাদি, আব্দুল মান্নান, আখতারুজ্জামান বুলবুল, আকবর আলী, এস.এম. এনামুল হক, জাহেদুর রহিম মিঠু, আতাউর রহমান, মিজানুর রহমান প্রমুখ।

শেয়ার করুন