২৭ এপ্রিল ২০২৪, শনিবার, ০১:০১:৫০ পূর্বাহ্ন
গাজীপুরে ফিলিং স্টেশনে দগ্ধ একজনের মৃত্যু
  • আপডেট করা হয়েছে : ১৪-১০-২০২২
গাজীপুরে ফিলিং স্টেশনে দগ্ধ একজনের মৃত্যু

গাজীপুর মহানগরীর বড়বাড়ি এলাকায় ফিলিং স্টেশনে সিলিন্ডারবোঝাই কাভার্ডভ্যানে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ মিঠু (২৬) নামে এক যুবক মারা গেছেন। শুক্রবার সকালে শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন তার মৃত্যু হয়। 

মিঠুর শরীরের ১০০ শতাংশ পুড়ে গিয়েছিল। 

বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া।

বৃহস্পতিবার গাজীপুর থেকে সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ হয়ে পাঁচজনকে শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আনা হয়। তাদের নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) পাঠানো হয়েছে। তাদের সবার অবস্থাও আশঙ্কাজনক।

দগ্ধদের মধ্যে অন্যরা হলেন— আল আমিন, আনোয়ার, সিরাজুল ইসলাম ও পারভেজ।

দগ্ধদের মধ্যে আল আমিনের শরীরের ৫০ শতাংশ, আনোয়ারের ৩৫ শতাংশ, সিরাজুল ইসলামের ৪০ শতাংশ, পারভেজের ৮৬ শতাংশ পুড়ে গেছে।

হাসপাতাল সূত্র বলছে, মারা যাওয়া মিঠুর বাড়ি মৌলভীবাজার সদরে। বাবার নাম ফজলু মিয়া। তিনি ওই কাভার্ডভ্যানে শ্রমিক হিসেবে কাজ করতেন।

বাচ্চু মিয়া বলেন, ময়নাতদন্তের জন্য মিঠুর লাশ ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে।

শেয়ার করুন