দীর্ঘ সময় পর ফেনীতে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আগামী ২৫ জানুয়ারি (রোববার) রাজনৈতিক সফরের অংশ হিসেবে ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে তার বক্তব্য দেওয়ার কথা রয়েছে।
মঙ্গলবার (২০ জানুয়ারি) দিবাগত রাতে জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার ও সদস্য সচিব আলাল উদ্দিন আলাল ঢাকা পোস্টকে এসব তথ্য নিশ্চিত করেন।
দলীয় সূত্রে জানা যায়, ২৫ জানুয়ারি তারেক রহমান ঢাকা অথবা চট্টগ্রাম থেকে সড়কপথে ফেনীতে গিয়ে জনসভায় যোগ দেবেন। দুপুর ৩টায় সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে তিনি বক্তব্য দেবেন। এ জনসভা ঘিরে বিএনপি ও অঙ্গসংগঠনগুলো ইতোমধ্যে প্রস্তুতি শুরু করেছে।
এ ব্যাপারে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ফেনী-২ আসনে দলীয় প্রার্থী অধ্যাপক জয়নাল আবেদিন বলেন, তারেক রহমানকে মর্যাদার সঙ্গে বরণ করা হবে। বেগম জিয়ার জেলার মাটিতে বিএনপির শক্তি বিশ্ববাসীকে দেখানো হবে। এমন সমাবেশ হবে যেন সবাই ধানের শীষে ভোট দেয়। প্রত্যেক অঙ্গসংগঠন স্লোগানের মাধ্যমে ফেনীকে উত্তাল করবে। এই জনসভার মাধ্যমেই ১২ ফেব্রুয়ারির নির্বাচনি খেলা শুরু হবে এবং সেদিনই অনেক কিছু নির্ধারিত হয়ে যাবে।
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক ও ফেনী-১ আসনে দলীয় প্রার্থী রফিকুল আলম মজনু বলেন, এই জনসভার ওপর অনেক কিছু নির্ভর করছে। ফেনীসহ আশপাশের কয়েকটি জেলার নির্বাচনি কার্যক্রমও এই সফরের মাধ্যমে গতি পাবে। জনসভা যেন জনসমুদ্রে রূপ নেয়, সেভাবেই সবাইকে যার যার সামর্থ্য অনুযায়ী প্রস্তুতি নিতে হবে।
বিএনপির কেন্দ্রীয় সহপ্রশিক্ষণ সম্পাদক রেহানা আক্তার রানু বলেন, তারেক রহমান বীরের মতো দেশে ফিরে দেশের মানুষের মন জয় করেছেন। ফেনীর জনসভায় নোয়াখালী, লক্ষ্মীপুর ও ফেনীর ১৩টি আসনের প্রার্থীদের পরিচয় করিয়ে দেওয়া হবে। দেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রীকে বরণ করতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হবে। তবে আওয়ামী লীগ মাঠে নেই—এমন ভাবনা থেকে আত্মতুষ্টিতে ভোগা যাবে না, সবাইকে সতর্ক থাকতে হবে।
জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার বলেন, সমাবেশে শৃঙ্খলা বজায় রাখাই হবে আমাদের প্রথম দায়িত্ব। কোন ইউনিট কোথায় অবস্থান করবে, জেলা বিএনপি তা নির্ধারণ করবে। নির্দেশনা অনুযায়ী সবাই প্রস্তুতি নেবে এবং যে সিদ্ধান্ত নেওয়া হবে তা বাস্তবায়ন করতে হবে।
এর আগে, মঙ্গলবার বিকেলে শহরের রূপালী কমিউনিটি সেন্টারে তারেক রহমানের আগমন উপলক্ষ্যে জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে প্রস্তুতি সভা করা হয়েছে।

