১৩ জানুয়ারী ২০২৬, মঙ্গলবার, ১০:১৭:৪৩ পূর্বাহ্ন
প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল চলতি মাসেই
স্টাফ রিপোর্টার :
  • আপডেট করা হয়েছে : ১১-০১-২০২৬
প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল চলতি মাসেই

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগের লিখিত (এমসিকিউ টাইপ) পরীক্ষার ফল চলতি মাসের মধ্যেই প্রকাশ করা হতে পারে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই) সূত্রে এ তথ্য জানা গেছে।

রোববার (১১ জানুয়ারি) ডিপিইর মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামান সাংবাদিকদের জানান, লিখিত পরীক্ষার ফল প্রকাশের প্রস্তুতি জোরেশোরে চলছে। তিনি বলেন, “আমাদের পরিকল্পনা রয়েছে চলতি মাসের মধ্যেই লিখিত পরীক্ষার ফল প্রকাশ করার। এ লক্ষ্যে পুরোদমে কাজ শুরু হয়েছে।”

পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, প্রশ্ন ফাঁসের অভিযোগ সম্পূর্ণ গুজব। বিষয়টি খতিয়ে দেখে প্রশ্ন ফাঁসের কোনো প্রমাণ পাওয়া যায়নি। তবে প্রশ্ন ফাঁসের চেষ্টা হয়েছিল বলে তিনি স্বীকার করেন।

ডিপিই সূত্রে জানা যায়, সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রথম ধাপে রাজশাহী, রংপুর, সিলেট, খুলনা, বরিশাল ও ময়মনসিংহ বিভাগে ১০ হাজার ২১৯টি পদের বিপরীতে আবেদন জমা পড়ে ৭ লাখ ৪৫ হাজার ৯২৯টি। দ্বিতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে ৪ হাজার ১৬৬টি পদের বিপরীতে আবেদন পড়ে ৩ লাখ ৩৪ হাজার ১৫১টি।

তবে পরীক্ষায় মোট কতজন পরীক্ষার্থী অংশ নিয়েছেন এবং কতজন অনুপস্থিত ছিলেন— সে বিষয়ে এখনো নির্দিষ্ট কোনো তথ্য দেয়নি প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

ফল প্রকাশের অপেক্ষায় থাকা লাখো চাকরিপ্রার্থীর মধ্যে এ ঘোষণায় নতুন করে আশার সঞ্চার হয়েছে।

শেয়ার করুন