০৪ জানুয়ারী ২০২৬, রবিবার, ০৩:১৯:৫৭ পূর্বাহ্ন
খালেদা জিয়ার মৃত্যুতে সংযুক্ত আরব আমিরাতের নেতৃবৃন্দের শোক
  • আপডেট করা হয়েছে : ০৩-০১-২০২৬
খালেদা জিয়ার মৃত্যুতে সংযুক্ত আরব আমিরাতের নেতৃবৃন্দের শোক

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রপতি শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। শোকবার্তায় তিনি মরহুমার আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবার এবং বাংলাদেশের জনগণের প্রতি আন্তরিক সমবেদনা প্রকাশ করেছেন।



একই সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রাশিদ আল মাকতুম এবং উপরাষ্ট্রপতি, উপপ্রধানমন্ত্রী ও প্রেসিডেনশিয়াল কোর্টের চেয়ারম্যান শেখ মানসুর বিন জায়েদ আল নাহিয়ান পৃথক পৃথক শোকবার্তায় রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের প্রতি সমবেদনা জানিয়েছেন।


শোকবার্তাগুলিতে মরহুমার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়েছে এবং বাংলাদেশের জনগণের শোকাবহ মুহূর্তে সংহতি প্রকাশ করা হয়েছে।


শেয়ার করুন