২৫ সেপ্টেম্বর ২০২৩, সোমবার, ১০:৩৪:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
এমটিএফই কেলেঙ্কারি: দায় কার রাজশাহী ও নওগাঁর ২ গ্রামে যাচ্ছে শহরের সুবিধা বিশ্বে খাদ্য মূল্যস্ফীতি কমলেও দেশে বাড়ছে নির্বাচনে বিএনপি আসুক বা না আসুক—বিকল্প রেখে আওয়ামী লীগের ভোটের ছক রাজশাহীতে 'আইসিটি ইন এডুকেশন লিটারেসি ট্রাবলস্যুটিং ও মেইনটেনেন্স 'বিষয়ক ১০ দিন ব্যাপী প্রশিক্ষণের সমাপনী বেনাপোল কাস্টমসের ১৯ কেজি সোনা চুরি: সাক্ষ্য গ্রহণেই আটকা বিচার ২০৪০ সালে শীর্ষ ২০ অর্থনীতির একটি হবে বাংলাদেশ আ.লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশীদের বিলবোর্ড ব্যানার খুলে ফেলার অভিযোগ এবার সত্যিই মারা গেছেন বাংলাদেশের সাবেক কোচ হিথ স্ট্রিক ১৭ ব্যাংককে ৫০ হাজার কোটির বিশেষ সুবিধা
সাম্প্রদায়িক সম্প্রীতি কেউ যেন ক্ষুণ্ণ করতে না পারে : রাষ্ট্রপতি
  • আপডেট করা হয়েছে : ১৯-০৮-২০২২
সাম্প্রদায়িক সম্প্রীতি কেউ যেন ক্ষুণ্ণ করতে না পারে : রাষ্ট্রপতি

দেশে সাম্প্রদায়িক সম্প্রীতির পরিবেশ যেন কেউ ক্ষুণ্ণ করতে না পারে, সেদিকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

জন্মাষ্টমী উপলক্ষে হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্টের একটি প্রতিনিধি দল বৃহস্পতিবার সন্ধ্যায় বঙ্গভবনে গেলে এ আহ্বান জানান তিনি।

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান ও ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান, সংসদ সদস্য বীরেন শিকদার, মনোরঞ্জন শীল গোপাল ও পঙ্কজ দেবনাথ প্রতিনিধি দলে ছিলেন।

জন্মাষ্টমীর শুভেচ্ছা জানিয়ে রাষ্ট্রপতি বলেন, ধর্মীয় সম্প্রীতি বাংলাদেশের ইতিহাস ও ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ। আদিকাল থেকে এ দেশে প্রতিটি ধর্মীয় উৎসব সাধারণ মানুষের অংশগ্রহণে উৎসবমুখর হয়ে আসছে।

ধর্মীয় বা জাতিগত ভেদাভেদের অজুহাত তুলে কেউ যাতে আমাদের এই পরিবেশ ক্ষুণ্ণ করতে না পারে, সে ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে।

রাষ্ট্রপতি কার্যালয়ের সচিব সম্পদ বড়ূয়া, সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাহ উদ্দিন ইসলাম, প্রেস সচিব জয়নাল আবেদীন ও সচিব (সংযুক্ত) ওয়াহিদুল ইসলাম খান এ সময় উপস্থিত ছিলেন।

শেয়ার করুন