২৫ ডিসেম্বর ২০২৫, বৃহস্পতিবার, ১২:৪০:৪৪ অপরাহ্ন
পদত্যাগের প্রশ্নে আসিফ মাহমুদ— প্রেস উইং থেকে জানাবে
  • আপডেট করা হয়েছে : ১০-১২-২০২৫
পদত্যাগের প্রশ্নে আসিফ মাহমুদ— প্রেস উইং থেকে জানাবে

যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ ভূঁইয়ার পদত্যাগের বিষয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হবে। আজ বুধবার বিকেলে সংবাদ সম্মেলনে এ কথা বলেন আসিফ মাহমুদ।


ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার অধীনে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন। আজ জরুরি সংবাদ সম্মেলন ডাকায় গুঞ্জন ছিল, তিনি পদত্যাগের ঘোষণা দেবেন।


সংবাদ সম্মেলনে পদত্যাগের প্রশ্নে আসিফ মাহমুদ বলেন, এ ব্যাপারে আমার বলা মানা। মাননীয় প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানাবে।


তবে আগামী জাতীয় নির্বাচনে তিনি অংশগ্রহণের ঘোষণা দিয়েছেন। তবে কোন দলের পক্ষ থেকে নাকি স্বতন্ত্রভাবে নির্বাচন করবেন সেটি স্পষ্ট করেননি আসিফ মাহমুদ।


সংবাদ সম্মেলনে তিনি তার সময়কালে দায়িত্বে থাকা মন্ত্রণালয় দুটির বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন।


শেয়ার করুন