২৭ ডিসেম্বর ২০২৫, শনিবার, ১০:৪৪:৪৩ অপরাহ্ন
খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল হলে বিদেশে নেওয়ার চিন্তা: মির্জা ফখরুল
  • আপডেট করা হয়েছে : ২৯-১১-২০২৫
খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল হলে বিদেশে নেওয়ার চিন্তা: মির্জা ফখরুল

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখন স্থিতিশীল নয়, স্থিতিশীল হলে তাকে বিদেশে নেওয়ার চিন্তা করা হবে বলে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন।


শনিবার (২৯ নভেম্বর) বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসন কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।


ফখরুল বলেন, 'বেগম খালেদা জিয়া বেশ কয়েকদিন ধরে অসুস্থ অবস্থায় হাসপাতালে আছেন। তার শারীরিক অবস্থা কিছুটা সংকটাপন্ন। দেশের চিকিৎসকবৃন্দ, যুক্তরাষ্ট্রের জন হপকিনস ও লন্ডন ক্লিনিকের চিকিৎসকরা তার চিকিৎসা করছেন।'


চিকিৎসকরা গতকাল রাতে মেডিকেল বোর্ডের সভা করেছেন বলে জানান তিনি।


বিএনপি মহাসচিব বলেন, 'সভায় খালেদা জিয়ার চিকিৎসার ব্যাপারে সব চিকিৎসকদের মতামত নেওয়া হয়েছে। কীভাবে তার চিকিৎসা হবে এবং চিকিৎসা কী ধরনের হবে সে বিষয়ে তারা মতামত দিয়েছেন।'


'চিকিৎসকরা বলেছেন তাকে (খালেদা জিয়া) বিদেশে নেওয়া প্রয়োজন হতে পারে। কিন্তু এখন তাকে বিদেশে নেওয়ার মতো শারীরিক অবস্থা নেই। শারীরিক অবস্থা স্থিতিশীল হলে চিন্তা করে দেখা হবে যে, তাকে বিদেশে নেওয়া সম্ভব হবে কি না,' বলেন তিনি।


মির্জা ফখরুল বলেন, 'বিদেশে নেওয়ার জন্য প্রয়োজনীয় বিষয়গুলো, যেমন—ভিসা, দেশগুলোর সঙ্গে যোগাযোগ, এয়ার অ্যাম্বুলেন্সের ব্যাপারগুলো নিয়ে আলোচনা হয়েছে এবং এসব কাজ মোটামুটি এগিয়ে আছে।'


তিনি আরও বলেন, 'যদি প্রয়োজন হয় এবং দেখা যায় খালেদা জিয়ার শারীরিক অবস্থা ফ্লাই করার উপযোগী হলে, যাওয়ার ব্যাপারে খুব দ্রুত সিদ্ধান্ত নেওয়া সম্ভব হবে।'


এ সময় হাসপাতালে ভিড় না করার জন্য দলীয় নেতাকর্মীসহ সবার প্রতি আহ্বান জানান।


শেয়ার করুন