২৮ নভেম্বর ২০২৫, শুক্রবার, ০৩:৪৪:০০ পূর্বাহ্ন
পুলিশের ১৩৬ পরিদর্শকের বদলি
  • আপডেট করা হয়েছে : ২৭-১১-২০২৫
পুলিশের ১৩৬ পরিদর্শকের বদলি

পুলিশ সদর দপ্তর দুই ধাপে ১৩৬ জন পুলিশ পরিদর্শককে বদলি করেছে। পৃথক দুটি প্রজ্ঞাপনে তাদের বদলি করা হয়।


বুধবার (২৬ নভেম্বর) পুলিশ সদর দপ্তরের পার্সোনাল ম্যানেজমেন্ট শাখার অতিরিক্ত ডিআইজি আবদুল্লাহ আল জহির স্বাক্ষরিত পৃথক দুটি প্রজ্ঞাপনে এ বদলি করা হয়।


এর মধ্যে একটি প্রজ্ঞাপনে ৭৩ জন এবং অন্য প্রজ্ঞাপনে ৬৩ জন পুলিশ পরিদর্শককে বদলি করা হয়েছে।



প্রজ্ঞাপনে বলা হয়, আগামী শনিবার (২৯ নভেম্বর) এর মধ্যে বদলি হওয়া কর্মকর্তাদের নতুন কর্মস্থলে যোগদান করতে হবে। বদলি হওয়া কর্মকর্তাদের মধ্যে কেউ যদি আগেই অন্য কোনো বদলি আদেশ পেয়ে থাকেন, তাহলে সেটি বাতিল বলে গণ্য হবে।


শেয়ার করুন