২০ নভেম্বর ২০২৫, বৃহস্পতিবার, ১১:১৩:০৮ অপরাহ্ন
ব্যাংক গ্যারান্টি না পেয়ে আবারও বিপিএলের নিলাম স্থগিত
  • আপডেট করা হয়েছে : ২০-১১-২০২৫
ব্যাংক গ্যারান্টি না পেয়ে আবারও বিপিএলের নিলাম স্থগিত

বিপিএলের প্রতিটি আসরেই নানা অভিযোগ ও গুঞ্জন লেগে থাকে। তবে এবারের পরিস্থিতি আগের সবকিছুকে ছাড়িয়ে গেছে। টুর্নামেন্ট শুরুর আগেই ফ্র্যাঞ্চাইজিগুলোর ব্যাংক গ্যারান্টি জমা না দেওয়ায় পুরো আয়োজনটাই এখন অনিশ্চয়তার দোলাচলে।


নির্ধারিত সময় বাড়ানোর পরও একটি দলও সম্পূর্ণ ১০ কোটি টাকার ব্যাংক গ্যারান্টি দিতে না পারায় নিলামের সময় আবারো পিছিয়ে ৩০ নভেম্বর করা হয়েছে।


গভর্নিং কাউন্সিল বারবার সময় দিলেও ফ্র্যাঞ্চাইজিগুলো শেষ মুহূর্তেও টাকা জমা দিতে ব্যর্থ হয়। এমনকি সময়সীমা পেরোনোর পরও অনানুষ্ঠানিকভাবে কিছু অতিরিক্ত সময় দেওয়া হয়, তবুও কোনো দল পুরো গ্যারান্টি জমা দিতে পারেনি। গভর্নিং কাউন্সিলকে কার্যত ‘জিম্মি’ করে রেখেছে ফ্র্যাঞ্চাইজিদের এই অনাস্থা, মনে করছেন অনেকে।


সূত্র জানায়, পাঁচ দলের কেউই পূর্ণ গ্যারান্টি দেয়নি। ঢাকা ক্যাপিটালস দিয়েছে অর্ধেক; সিলেট টাইটান্স জমা দিয়েছে আংশিক; রংপুর, রাজশাহী ও চট্টগ্রামের জমার অঙ্ক নিয়ে পরিষ্কার ধারণা নেই- সদস্যদের বক্তব্যও মিলছে না।


তবে সদস্য সচিব ইফতেখার আহমেদ দাবি করেন, তারা ঢাকা, রংপুর ও রাজশাহীর কাছ থেকে পূর্ণ গ্যারান্টি পেয়েছেন; সিলেট ও চট্টগ্রাম কোনো অর্থ দেয়নি।


তিনি আরও জানান, ফ্র্যাঞ্চাইজিদের ব্যাংক গ্যারান্টি জমার সময় ১৩ নভেম্বর থেকে বাড়িয়ে ১৮ নভেম্বর করা হয়েছিল। তবুও সবাই গ্যারান্টি জমা দিতে পারেনি। কয়েকটি দল আবার অতিরিক্ত সময়ও চেয়েছিল। তাই শেষ পর্যন্ত নিলাম পেছানো ছাড়া আর কোনো পথ ছিল না। এখন পরিকল্পনা হচ্ছে, এক টাকাও না দেওয়া চট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজির দায়িত্ব বিসিবির হাতে নিয়ে বাইরে থেকে বিনিয়োগ এনে অন্তত এ বছরের আসরটা কোনোভাবে এগিয়ে নেওয়া।


গভর্নিং কাউন্সিলের একাধিক সদস্য মনে করেন, তিন দলের গ্যারান্টির টাকায় বাকি ফ্র্যাঞ্চাইজিগুলোকে টেনে নেওয়া সম্ভব নয়। তাই নতুন বিনিয়োগকারী খোঁজা ও বিকল্প পরিকল্পনার পথে হাঁটছে বিসিবি।


শেয়ার করুন