১২ নভেম্বর ২০২৫, বুধবার, ০৭:৩০:২০ অপরাহ্ন
‘সড়কে আগুন দেওয়া’ সাবেক নেতাকে ছাত্রদল থেকে স্থায়ী বহিষ্কার
  • আপডেট করা হয়েছে : ১২-১১-২০২৫
‘সড়কে আগুন দেওয়া’ সাবেক নেতাকে ছাত্রদল থেকে স্থায়ী বহিষ্কার

সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে রাজশাহী মহানগর শাখা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম শহীদকে প্রাথমিক সদস্য পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রদল।


মঙ্গলবার (১১ নভেম্বর) কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদপর্যাদার) মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে রাজশাহী মহানগর শাখা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম শহীদকে প্রাথমিক সদস্য পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হলো।’


এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, স্থায়ীভাবে বহিষ্কৃত শহীদুল ইসলাম শহীদের সঙ্গে ছাত্রদলের কোনো স্তরের নেতাকর্মীরা সাংগঠনিক সম্পর্ক রাখবেন না।


এর আগে সোমবার (১০ নভেম্বর) বিকেলে রাজশাহীর চৌদ্দপাই এলাকায় বিএনপি মনোনীত প্রার্থী শফিকুল হক মিলনের মনোনয়ন বাতিলের দাবিতে বিক্ষোভ হয়।


এসময় সড়কে টায়ারে আগুন দিয়ে বিক্ষোভ চলাকালে শরীরে আগুন ধরে যায় ছাত্রদল নেতা শহীদুলের। তিনি ওই বিক্ষোভে অংশ নিয়েছিলেন মনোনয়নপ্রত্যাশী নাসির হোসেন অস্থিরের সমর্থক হিসেবে।


উল্লেখ্য, নাসির হোসেন অস্থির হলেন সাবেক ভূমি প্রতিমন্ত্রী অ্যাডভোকেট কবির হোসেনের ছেলে এবং রাজশাহী-৩ (পবা–মোহনপুর) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন।


শেয়ার করুন