 
                         
                    
                                            
                        
                             
                        
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ ও ভোলাহাট উপজেলা সীমান্তে বিজিবির পৃথক ৪টি অভিযানে চোরাচালানকৃত ১৪০ বোতল ভারতীয় মদ, ১২টি অবৈধ চোরাই স্মার্ট ফোন ও ২৭২টি ভারতীয় কসমেটিকস জব্দ হয়েছে। তবে এসব অভিযানে কেউ আটক হয়নি।
বিজিবি জানায়, গত বুধবার (২৯ অক্টোবর) বিকাল থেকে আজ বৃহস্পতিবার (৩০ অক্টোবর) ভোর পর্যন্ত অভিযানগুলো চালানো হয়।
চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের (৫৩ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান বলেন, ‘আজ বৃহস্পতিবার ভোর ৫টায় বিশেষ তথ্যের ভিত্তিতে সীমান্তের আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের ভেতরে শিবগঞ্জের দুর্লভপুর ইউনিয়নের ক্যাম্পপাড়া এলাকায় অভিযান চালানো হয়।
ফতেপুর বিওপি পরিচালিত অভিযানে জব্দ হয় ৪৭ বোতল মদ। এসব শিবগঞ্জ থানায় জমা করা হবে।’
এদিকে, গতকাল বুধবার বিকাল থেকে রাত পর্যন্ত শিবগঞ্জের শিয়ালমারা সীমান্তে এবং সোনামসজিদ ইমিগ্রেশন চেকপোস্ট (আইসিপি) এলাকায় পৃথক অভিযানে ১২টি ফোন ও ২৭২টি কসমেটিকস পণ্য জব্দ করে বিজিবি।
চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বলেন, ‘দাইপুকুরিয়া ইউনিয়নের শিয়ালমারা গ্রাম থেকে জব্দ হয় ফোন।
আইসিপি এলাকা থেকে জব্দ হয় কমমেটিকস। এসব পণ্য কাস্টমসে জমা করা হবে। এ ছাড়া বুধবার বিকালে বিশেষ অভিযানে ভোলাহাট উপজেলার চাঁনশিকারী সীমান্তে চামুচা গ্রামের ধানক্ষেত থেকে ৯৩ বোতল মদ জব্দ করেছে বিজিবি।’

