লাবণ্যময় চেহারা, মিষ্টি হাসি আর নিপুণ অভিনয়; সব কিছুর পরিপূর্ণ সমন্বয় যার মধ্যে, তিনি রিচি সোলায়মান। দেশের শোবিজ জগতের অন্যতম জনপ্রিয় ও প্রশংসিত অভিনেত্রী তিনি। নব্বই দশক থেকে তিনি দর্শকদের মনে মুগ্ধতা ছড়িয়ে আসছেন। একসময় স্বামীর সঙ্গে যুক্তরাষ্ট্রে চলে যান।
তার স্বামী রাশেক মালিক বতর্মানে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক পুলিশের ডিটেক্টিভ। তবে অভিনয় ও মনের টানে মাঝেমধ্যেই ঢাকা আসেন এ অভিনেত্রী।
সম্প্রতি আবার ঢাকায় এসেছেন রিচি। দেশে আসার কয়েক দিন পর অভিনেত্রী জানিয়েছেন, তিনি আবার নাটক ও শুটিংয়ে ফিরবেন।
রিচি বলেন, ‘সাতদিন হলো ঢাকায় ফিরেছি। এখন নিজেকে ও পরিবারকে একটু সময় দিচ্ছি। এর মধ্যে বেশকিছু কাজের প্রস্তাবও এসেছে। সেগুলো নিয়ে ভাবছি।
গল্প ও চরিত্র ভালো লাগলে তবেই কাজে ফিরব। বাকিটা সময়ের ব্যাপার।’
সর্বশেষ দেশে আসার সময় তিনি অভিনয় করেছিলেন ‘কেন দেখা হলো না’ শীর্ষক নাটকে, যা একটি ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে। দীর্ঘদিন পর দর্শক তার নতুন নাটক আগ্রহ ও উৎসাহ নিয়ে উপভোগ করেছেন। নাটকটিতে রিচির সঙ্গে অভিনয় করেছেন সমু চৌধুরী, সাবিহা জামান, মীর রাব্বি ও মাহিমা।
এ নাটক প্রসঙ্গে তিনি বলেন, ‘এর গল্পভাবনা আমার কাছে ভালো লেগেছিল। আজকাল প্রায় সব নাটকের গল্পই প্রায় কাছাকাছি বা একই রকমের। কিন্তু এ গল্প আমার কাছে একটু অন্য রকম মনে হয়েছে। তাই এতে অভিনয় করেছি। এছাড়া এখনকার সময় গল্প ও নিজের চরিত্র ভালোভাবে বুঝে অভিনয় করতে হয়। যেনতেন কাজ করলে দর্শক পছন্দ করবে না।’