১২ সেপ্টেম্বর ২০২৫, শুক্রবার, ০৫:০৮:৪৭ পূর্বাহ্ন
রাণীশংকৈলে মহিলা দলের-৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
  • আপডেট করা হয়েছে : ১১-০৯-২০২৫
রাণীশংকৈলে মহিলা দলের-৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাণীশংকৈল উপজেলা ও পৌর মহিলা দলের উদ্যোগে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।


গত বুধবার (১০ সেপ্টেম্বর) বিকেলে পৌর শহরের পলাশ মার্কেট চত্বর থেকে র‌্যালিটি শুরু হয়ে ডাবটলী সড়ক প্রদক্ষিণ করে ডিগ্রি কলেজ মাঠে গিয়ে শেষ হয়। পরে ডিগ্রি কলেজ হলরুমে উপজেলা মহিলা দলের আহ্বায়ক মনিরা বিশ্বাসের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আল্লামা আল ওয়াদুদ বিন নূর আলিফ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ঢাকা সুপ্রিম কোর্টের জাতীয়তাবাদী আইনজীবী সমিতির সদস্য ব্যারিস্টার রোকনুজ্জান রোকন, পৌর বিএনপি সভাপতি অধ্যাপক শাহাজাহান আলী, সাধারণ সম্পাদক মহসিন আলী, বিএনপির সাংগঠনিক সম্পাদক এম আর বকুল মজুমদার, মহিলা দলের সদস্য সচিব আনার কলি ও উপজেলা নারী দলের নেত্রী মনোয়ারা মোয়াজ্জেমসহ অনেকে।


এসময় উপজেলা, পৌর ও ইউনিয়ন মহিলা দলের নেতাকর্মীদের পাশাপাশি বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।


আলোচনা সভায় নারী বক্তারা বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল দীর্ঘ ৪৭ বছর ধরে নারী সমাজকে সংগঠিত করে নারী অধিকার, গণতন্ত্র ও ভোটের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ, বেগম খালেদা জিয়ার ত্যাগ ও সংগ্রাম এবং তারেক রহমানের নেতৃত্ব তাদের আন্দোলনের প্রেরণা যোগায়।


বক্তারা আরও বলেন, দেশের বর্তমান রাজনৈতিক সংকট উত্তরণে জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে এবং এ সংগ্রামে নারী সমাজকে আরও সোচ্চার ভূমিকা রাখতে হবে।

শেয়ার করুন