২৩ অগাস্ট ২০২৫, শনিবার, ১১:১৭:১৭ অপরাহ্ন
সোশ্যাল মিডিয়ায় জয়ার ‘উত্তাপ’
  • আপডেট করা হয়েছে : ২৩-০৮-২০২৫
সোশ্যাল মিডিয়ায় জয়ার ‘উত্তাপ’

জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান সিনেমার পর্দায় যেমন সাবলীল, তেমনি সামাজিক মাধ্যমেও নিয়মিত চমক দেন ভক্তদের। শুক্রবার বিকেলেও দেখা গেল সেই দৃশ্য। নিজের ফেসবুক ও ইনস্টাগ্রামে একগুচ্ছ নতুন ছবি প্রকাশ করে আলোচনায় আসেন এই তারকা।


ছবিগুলোতে জয়াকে দেখা যায় হালকা গোলাপি রঙের ফ্লোরাল প্রিন্টের একটি স্লিক রোব পরে থাকতে।


অনুমান করা হচ্ছে, কোনো বিলাসবহুল হোটেলের বেডরুমেই শুট হয়েছে সেগুলো। ছবিগুলো তুলতে জয়ার সঙ্গে ছিলেন তাঁর একটি টিম, যার মধ্যে একজনকে মেকআপ করতে দেখা গেছে অভিনেত্রীর পাশে।


 

জয়ার বিভিন্ন ভঙ্গিমায় দেওয়া পোজ বিশেষভাবে দৃষ্টি কেড়েছে অনুরাগীদের। আধশোয়া অবস্থায় বিছানায় তোলা ছবিগুলো তাঁর বোল্ড লুককে আরও উজ্জ্বল করে তুলেছে।


একই পোশাকে একাধিক অ্যাঙ্গেল থেকে তাঁকে পোজ দিতে দেখা গেছে। ক্যাপশনে জয়া লিখেছেন, “আমার কাজের জায়গা থেকে”—সঙ্গে ট্যাগ করেছেন তাঁর টিমের সদস্যদের।

ছবি প্রকাশের পর অল্প সময়েই তা ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। অনুরাগীদের ধারণা, ছবিগুলো হয়তো কোনো ফটোশুট কিংবা আসন্ন কাজের অংশ।


উল্লেখযোগ্য বিষয় হলো, জয়ার ভক্তরা যেমন তাঁর সৌন্দর্যের প্রশংসায় ভাসিয়েছেন, তেমনি অনেকেই বিস্মিত হয়েছেন বয়সের সঙ্গে তাঁর সৌন্দর্যের অসাধারণ সামঞ্জস্য দেখে। যত দিন যাচ্ছে, জয়ার বয়স যেন বাড়ছেই না! থমকে আছে এক জায়গায়।


শেয়ার করুন