২২ অগাস্ট ২০২৫, শুক্রবার, ০৭:২১:৫৪ অপরাহ্ন
সবজির দামে আগুন, শ্রমজীবীদের হাঁসফাঁস
  • আপডেট করা হয়েছে : ২২-০৮-২০২৫
সবজির দামে আগুন, শ্রমজীবীদের হাঁসফাঁস

শাক-সবজির আকাশচুম্বী দামে শিল্পের শহর নারায়ণগঞ্জের কম আয়ের মানুষের প্রাণ ওষ্ঠাগত। বিক্রেতাদের দাবি কয়েকদিনে সবজির দাম ১০ থেকে ২০ টাকা পর্যন্ত কমেছে। তবে ক্রেতারা বলছেন এখনো নাগালের বাইরে অনেক সবজি। শুক্রবার সকালে দিগু বাবুর বাজার, কালিবাজার আর মাসদাইর বাজার ঘুরে এ চিত্র দেখা গেছে।


 

সকালে বাজারে গিয়ে দেখা যায়, টমেটো ১৬০ থেকে ১৮০ টাকা, কাঁচামরিচ ১৫০ টাকা, করলা ১০০, ধনেপাতা ৩০০, সিম ৩০০, পটল ৭০, লাল শাক ৬০, পুই শাক ৬০ টাকা দরে বিক্রি হচ্ছে। এমন দাম শুনে ক্রেতাদের দীর্ঘশ্বাস যেন আকাশ ছুঁয়েছে। একসময় সস্তায় পাওয়া পেঁপেও বিক্রি হচ্ছে ৪০ টাকায়, আর শসা ৭০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।


দিগু বাবুর বাজারের পাইকারি ব্যবসায়ী আব্দুল মান্নান দাবি করলেন, “গত সপ্তাহের তুলনায় দাম কিছুটা কমেছে।


১০ থেকে ২০ টাকা করে সবজির দর নেমেছে। বর্ষাকালে উৎপাদন কম হয়, তাই দাম বেশি থাকে। তবে বাজার এখন স্থিতিশীল।”

তবে ভিন্ন কথা বলছেন ক্রেতারা।


ক্ষোভ জানিয়ে মোতালেব নামের এক ব্যক্তি বলেন, “শুধু কাঁচামরিচের দাম একটু কমেছে। বাকি সবকিছু আগুনের মতোই। যে আয় করি, তার সঙ্গে এই বাজার মেলে না।”

একইভাবে মাছ-মাংসের বাজারেও চড়া দাম দেখা গেছে বাজারে। তেলাপিয়া মাছ ২২০ থেকে ২৫০ টাকা, পাঙ্গাস মাছ ২০০ টাকা, রুই মাছ ৩৫০ থেকে ৪০০ টাকা, কাতলা মাছ ৪০০ থেকে ৪৫০ টাকা, চিংড়ি মাছ ৬০০ থেকে ৮০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।


অন্যদিকে ব্রয়লার মুরগি ২০০ থেকে ২২০ টাকা, গরুর মাংস ৭৫০ থেকে ৮০০ টাকা, খাসির মাংস ১ হাজার ২০০ টাকা থেকে ১ হাজার ৩০০ টাকা কেজি বিক্রি হচ্ছে। একইভাবে বাড়তি দামে বিক্রি হচ্ছে ডিম। গত সপ্তাহ থেকে  হালি প্রতি ১০ থেকে ১২ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৫০ থেকে ৫২ টাকায়।


শেয়ার করুন