ধরুন, রূপকথার সেই আলাদিনের চেরাগ পেলেন আপনি! তাতে ঘষাও দিলেন। ‘জো হুকুম’ বলে বেরিয়ে এলো বিশালাকৃতির সেই দৈত্য। আপনার তিনটি চাওয়া পূর্ণ করবে সে। কী চাইবেন দৈত্যের কাছে? সংগীতশিল্পী অবন্তী সিঁথি জানিয়েছেন আলাদিনের চেরাগ পেলে তিনি কী চাইবেন।
প্রথম চাওয়া
পৃথিবীজুড়ে একের পর এক যুদ্ধ লেগেই আছে। গত কয়েক বছরে সেটা বেড়েছে অনেক। পৃথিবী প্রযুক্তিগতভাবে উৎকর্ষ লাভ করেছে, যার জন্য আমরা দেখতে পাই, এসব যুদ্ধে প্রাণ যাচ্ছে নিরীহ মানুষের। শিশুরা না খেয়ে মারা যাচ্ছে।
বলা হচ্ছে, পৃথিবী দিন দিন সভ্য হয়ে উঠেছে, আসলে কি তা-ই? আমাদের আরো মানবিক হয়ে ওঠার কথা। কিন্তু সেটা হচ্ছে না। পৃথিবীর যেখানে যত যুদ্ধ, সব থেমে যাক। দূর হয়ে যাক সব অশান্তি।
পৃথিবীজুড়ে যেন শান্তির বাতাস বয়ে যায়।
দ্বিতীয় চাওয়া
আলাদিনের মতো একটা জাদুর গালিচা চাইতাম, যেটা দিয়ে যখন-তখন যেকোনো জায়গায় যাওয়া যায়। মুক্ত বিহঙ্গের মতো ঘুরে বেড়াতাম। জাদুর গালিচায় টাইম ট্রাভেল করে ফিরে যেতাম ছোটবেলায়। ছোটবেলার স্মৃতি আমাকে খুবই নস্টালজিক করে তোলে।
সেই আনন্দদায়ক ও মজার দিনগুলো এখন কেমন লাগত, সেটা অনুভব করতাম।
তৃতীয় চাওয়া
আমি যেহেতু সংগীতশিল্পী, তাই মনের বাসনা, আমার গান যেন পৃথিবীর সব প্রান্তে পৌঁছে। পরের গানটাই যেন গ্লোবাল টপ চার্টে উঠে আসে।