১৯ অগাস্ট ২০২৫, মঙ্গলবার, ০৯:৫৮:৪৭ অপরাহ্ন
রাজশাহী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষককে ছুরিকাঘাত
মো: তুহিন আলী :
  • আপডেট করা হয়েছে : ১৯-০৮-২০২৫
রাজশাহী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষককে ছুরিকাঘাত

রাজশাহীর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের এক শিক্ষককে ছুরিকাঘাত করেছে বহিষ্কৃত এক ছাত্রী। মঙ্গলবার (১৯ আগস্ট ২০২৫) দুপুর আনুমানিক ২টার দিকে ঘটনা ঘটে।

 

প্রতিষ্ঠানটির বাংলা বিষয়ের শিক্ষক মো. মারুফ হোসেনকে (ঘাড়ের নিচে হাতে) ছুরিকাঘাত করে বহিষ্কৃত ছাত্রী মোছাঃ সামিহা খাতুন (১৭) তিনি রাজশাহীর টিচার্স ট্রেনিং স্কুলের শিক্ষক শাহিনুর রেজার মেয়ে। হামলায় গুরুতর আহত শিক্ষককে তাৎক্ষণিকভাবে উদ্ধার করে রাজশাহী সিএমএইচ হাসপাতালে ভর্তি করা হয়।

 

ঘটনার পরপরই স্কুলের সামনে অবস্থানকারী জনতা সামিহা খাতুনকে আটক করে। সময় তিনি সেনাবাহিনীর সদস্যদের উদ্দেশে অকথ্য ভাষায় গালিগালাজ করেন বলে প্রত্যক্ষদর্শীরা জানান। পরবর্তীতে স্কুল কর্তৃপক্ষ তাকে তার বাবা-মায়ের জিম্মায় হস্তান্তর করে।

 

ঘটনায় শিক্ষার্থী-অভিভাবকসহ স্থানীয়দের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিষয়টি তদন্ত করছে।


এ বিষয়ে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র গাজিউর রহমান জানান, ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলে ক্লাস রুমে একটি অপৃতিকর ঘটনা ঘটেছে। তবে এ নিয়ে থানায় এখনো কোন অভিযোগ কেউ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন