১৭ অগাস্ট ২০২৫, রবিবার, ০৫:৫৫:৪৬ পূর্বাহ্ন
যুক্তরাষ্ট্রে দল পেলেন সাকিব
  • আপডেট করা হয়েছে : ১৬-০৮-২০২৫
যুক্তরাষ্ট্রে দল পেলেন সাকিব

বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান যুক্তরাষ্ট্রের মাইনর লিগ ক্রিকেটে খেলতে যাচ্ছেন। আগামী ২০২৫ মৌসুমে তিনি আটলান্টা ফায়ার দলে আন্তর্জাতিক ওয়াইল্ডকার্ড খেলোয়াড় হিসেবে যোগ দিচ্ছেন। শুক্রবার আনুষ্ঠানিকভাবে বিষয়টি জানিয়েছে দলটি।


আটলান্টা ফায়ার ফেসবুকে এক পোস্টে সাকিবকে বর্ণনা করেছে ‘গেম চেঞ্জার’ হিসেবে।


পোস্টে বলা হয়েছে, ‘আমরা আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বিশ্বের সেরা অলরাউন্ডারদের একজন সাকিব আল হাসান ২০২৫ মাইনর লিগ মৌসুমে আটলান্টা ফায়ার ক্রিকেট টিমে আন্তর্জাতিক ওয়াইল্ডকার্ড হিসেবে যোগ দিচ্ছেন। ব্যাট ও বল দু’দিকেই তিনি গেম চেঞ্জার। তার অভিজ্ঞতা, দক্ষতা ও তারকাখ্যাতি ফায়ার লাইনআপে নতুন মাত্রা যোগ করবে।’

আগামী ২৮ আগস্ট থেকে ২ অক্টোবর পর্যন্ত চলবে এ প্রতিযোগিতা।


মাইনর লিগ ক্রিকেটকে মেজর লিগ ক্রিকেটের জন্য প্রস্তুতিমূলক আসর হিসেবে ধরা হয়। এ লিগে বিশ্বের বিভিন্ন দেশের ক্রিকেটার খেলে থাকেন।

বর্তমানে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকন্সের হয়ে খেলছেন সাকিব। 


গত বছরের আগস্টের রাজনৈতিক পরিবর্তনের পর থেকে জাতীয় দলের বাইরে আছেন তিনি।


দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠে সিরিজে খেলার কথা থাকলেও তীব্র জনরোষের কারণে তিনি দেশে ফিরতে পারেননি। এরপর থেকেই মূলত দেশের বাইরে পরিবারের সঙ্গে যুক্তরাষ্ট্রেই অবস্থান করছেন সাকিব। 


শেয়ার করুন