রাজবাড়ীতে বৃষ্টি ও সরবরাহ ঘাটতির অজুহাতে প্রতিদিনই বাড়ছে পেঁয়াজের দাম। গত সপ্তাহে ৫ টাকা বাড়ার পর চলতি সপ্তাহে ফের ৫ থেকে ১০ টাকা বেড়ে পেঁয়াজ বিক্রি হচ্ছে ৬০ থেকে ৬৫ টাকা কেজি দরে।
ব্যবসায়ীরা জানান, কয়েকদিনের বৃষ্টিতে পাইকারি বাজারে পেঁয়াজের সরবরাহ কমে যাওয়ায় প্রতিমণ দেশী পেঁয়াজে ২০০ থেকে ৩০০ টাকা দাম বেড়েছে। এর প্রভাব পড়েছে খুচরা বাজারে।
ফলে কেজিতে ৫-১০ টাকা বেড়ে ৬০-৬৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। বৃষ্টি ও দামের কারণে খুচরা বাজারে বিক্রিও কমে গেছে। বৃষ্টি অব্যাহত থাকলে দাম আরো বাড়তে পারে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।
ক্রেতারা জানান, কয়েকদিন ধরে পেঁয়াজের দাম অতিরিক্ত বেড়েছে।
দাম বাড়ার কারণে স্বল্প আয়ের মানুষ বিপাকে পড়েছেন। প্রশাসনকে বাজার মনিটরিং বাড়ানোর অনুরোধ জানিয়েছেন তারা।