১৪ জুলাই ২০২৫, সোমবার, ০৮:০৭:৪২ অপরাহ্ন
গাজায় ইসরায়েলের লাগামহীন বর্বরতা, মৃতের সংখ্যা ছাড়াল ৫৮ হাজার
  • আপডেট করা হয়েছে : ১৪-০৭-২০২৫
গাজায় ইসরায়েলের লাগামহীন বর্বরতা, মৃতের সংখ্যা ছাড়াল ৫৮ হাজার

ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে ইসরায়েলের লাগাতার বিমান হামলায় নিহতের সংখ্যা প্রতিদিনই বাড়ছে। সর্বশেষ রোববার (১৩ জুলাই) একদিনেই কমপক্ষে ৯৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্য দিয়ে গাজায় ইসরায়েলি সামরিক অভিযানে প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৮ হাজার ২৬ জনে, যার অর্ধেকের বেশি নারী ও শিশু। এসব তথ্য নিশ্চিত করেছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় এবং সংবাদমাধ্যম আল জাজিরা।


সর্বশেষ হামলায় ইসরায়েলি বাহিনী গাজার জনবহুল বাজার ও একটি পানির সংগ্রহস্থলসহ একাধিক স্থানে বোমাবর্ষণ চালায়। গাজা শহরের একটি বাজারে হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত ১৭ জন, যাদের একজন ছিলেন স্থানীয়ভাবে পরিচিত চিকিৎসক ড. আহমেদ কান্দিল। এদিকে মধ্য গাজার নুসেইরাত শরণার্থী শিবিরে পানির সংগ্রহস্থলে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হয়েছেন ৬ শিশুসহ অন্তত ১০ জন।


প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ঘটনার সময় শিশুরা পানির জন্য লাইনে দাঁড়িয়ে ছিল। তখনই সেখানে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র আঘাত হানে। ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, তাদের লক্ষ্য ছিল একজন যোদ্ধা; কিন্তু ‘কারিগরি ত্রুটির’ কারণে ক্ষেপণাস্ত্র লক্ষ্যভ্রষ্ট হয়। তবে তাদের এই বক্তব্যের সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।


গাজায় পানির সংকট এখন চরমে। বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ বন্ধ থাকায় প্রায় সব পানিশোধন ও নিষ্কাশন কেন্দ্র বন্ধ হয়ে গেছে। ফলে বাসিন্দারা বাধ্য হয়ে সীমিত কিছু পানিকেন্দ্রে দীর্ঘ পথ পাড়ি দিয়ে যাচ্ছেন, যেখানে হামলার ঝুঁকিও বাড়ছে।


ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যানুসারে, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি অভিযান এখন পর্যন্ত গাজায় আহত করেছে আরও অন্তত ১ লাখ ৩৮ হাজার ৫০০ জনকে।


এদিকে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ জানিয়েছে, শুধু জুন মাসেই ৫ হাজার ৮০০-এর বেশি শিশু চরম অপুষ্টিতে ভুগছে। এর মধ্যে অন্তত ১ হাজার শিশুর অবস্থা আশঙ্কাজনক। রোববার অপুষ্টিজনিত কারণে আরও এক শিশুর মৃত্যুর খবর নিশ্চিত করেছে সংস্থাটি।


ইউনিসেফের ভাষায়, 'শিশুদের দেহ যেন গলে যাচ্ছে। এটি শুধু একটি পুষ্টি-সংকট নয়, বরং এটি শিশুদের টিকে থাকার জন্য এক জরুরি মানবিক বিপর্যয়।'


গাজার পরিস্থিতি নিয়ে যুদ্ধবিরতির আলোচনা থমকে গেছে। অন্যদিকে ইসরায়েলের বিরুদ্ধে বাংলাদেশসহ ২০টির বেশি দেশ আন্তর্জাতিক পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছে। তবে এই অবস্থায়ও ইসরায়েলের হামলা থামার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না।


বিশ্ব সম্প্রদায়কে ফিলিস্তিনের মানবিক বিপর্যয় নিরসনে ত্বরিত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাচ্ছেন আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো।


শেয়ার করুন