১১ জুলাই ২০২৫, শুক্রবার, ০২:৩৩:১৬ পূর্বাহ্ন
মিথ্যা প্রচারণার বিরুদ্ধে সাবেক চেয়ারম্যানের পুত্র ফরিদুল ইসলামের প্রতিবাদ
স্টাফ রিপোর্টার :
  • আপডেট করা হয়েছে : ১০-০৭-২০২৫
মিথ্যা প্রচারণার বিরুদ্ধে সাবেক চেয়ারম্যানের পুত্র ফরিদুল ইসলামের প্রতিবাদ

পবা উপজেলার ৪নং হরিপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম নজরুল ইসলামের সন্তান ও স্থানীয় রাজনৈতিক কর্মী মোঃ ফরিদুল ইসলাম এক সংবাদ সম্মেলনে সম্প্রতি তার বিরুদ্ধে পরিচালিত মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছেন।


ফরিদুল ইসলাম বলেন, “সম্প্রতি একটি চক্রান্তমূলক প্রচারণা চালানো হচ্ছে, যেখানে একটি পুরনো ও মীমাংসিত ঘটনার বিকৃত ব্যাখ্যা দিয়ে আমার রাজনৈতিক ও সামাজিক ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা চলছে। এটি অত্যন্ত দুঃখজনক ও পূর্বপরিকল্পিত।”


ঘটনার বিবরণ দিতে গিয়ে তিনি জানান, ড্রাইভার মোঃ ঈষা একসময় একটি অপরাধে জড়িত ছিলেন। তার পিতা মোঃ ইউসুফ নিজেই এসে বিষয়টি মীমাংসার অনুরোধ জানান। এরপর প্রাণ পুষ্টি কোম্পানির ম্যানেজার, ট্রান্সপোর্ট মালিকসহ সংশ্লিষ্টদের নিয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হয়—ড্রাইভার ঈষা এবং গাড়ির মালিক জসিমউদ্দিন পাপু কোম্পানির গম আত্মসাৎ করেছেন এবং ক্ষতিপূরণস্বরূপ সাড়ে সাত লক্ষ টাকা পরিশোধ করতে হবে, যা পরবর্তীতে একটি ট্রাক দিয়ে দেওয়া হয়।


ফরিদুল ইসলাম অভিযোগ করে বলেন, “বর্তমানে জসিমউদ্দিন পাপু, যুবলীগ নেতা আইনুদ্দিন  এই মীমাংসিত ঘটনাকে ভিন্নখাতে প্রবাহিত করে আমার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। এমনকি ৭ জুলাই কাশিয়াডাঙ্গা মোড়ে আমার বিরুদ্ধে মানববন্ধনও করা হয়, যেখানে মিথ্যা বলা হয় আমি নাকি ট্রাক আত্মসাৎ করেছি।”


তিনি বলেন, “এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। আমি এই অপপ্রচারের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি।”


তিনি আরও জানান, “আমি পিতার আদর্শে অনুপ্রাণিত হয়ে সব সময় ন্যায়ের পক্ষে থেকেছি। অপপ্রচারে আমি বিচলিত নই। আমি বিশ্বাস করি, সত্যের জয় হবেই।”

শেয়ার করুন