২২ মে ২০২৫, বৃহস্পতিবার, ০৩:০৯:৪৮ পূর্বাহ্ন
ওয়ার ২-তে কার পারিশ্রমিক বেশি, হৃত্বিক না NTR?
  • আপডেট করা হয়েছে : ২১-০৫-২০২৫
ওয়ার ২-তে কার পারিশ্রমিক বেশি, হৃত্বিক না NTR?

সিনেপাড়ার অন্দরমহলের খবর অনুযায়ী, হৃত্বিক রোশন এই চরিত্রের জন্য পারিশ্রমিক নিচ্ছেন প্রায় ৮০ কোটি টাকা। যেখানে জুনিয়র এনটিআর পাচ্ছেন আনুমানিক ৬০ কোটি টাকা।


যশরাজ ফিল্মসের বহুল প্রতীক্ষিত অ্যাকশন থ্রিলার ‘ওয়ার ২’ নিয়ে ইতিমধ্যেই দর্শকদের মনে উত্তেজনার অন্ত নেই। ‘ওয়ার’ ছবি মুক্তির পর থেকেই সকলে অপেক্ষায় ‘ওয়ার ২’ ছবির। যেখানে মুখ্য ভূমিকায় রয়েছেন বলিউড সুপারস্টার হৃত্বিক রোশন। বিপরীতে দক্ষিণী মেগাস্টার জুনিয়র এনটিআর। সিনেপাড়ায় দুজনের দাপটই নজর কাড়া। তাঁরা এবার একফ্রেমে। ‘ওয়ার ২’ ছবির এটাই যেন মূল আকর্ষণ। ফলে দুই নায়কের পারিশ্রমিকেই ছবির বাজেট এক ধাক্কায় বেড়ে যাবে, তা বলাই বাহুল্য। তবে কে কত টাকার পাচ্ছেন, কার থেকে কার পারিশ্রমিক বেশি, এই প্রশ্ন তো থাকারই কথা। এবার মিলল সেই প্রশ্নের উত্তর।


সিনেপাড়ার অন্দরমহলের খবর অনুযায়ী, হৃত্বিক রোশন এই চরিত্রের জন্য পারিশ্রমিক নিচ্ছেন প্রায় ৮০ কোটি টাকা। যেখানে জুনিয়র এনটিআর পাচ্ছেন আনুমানিক ৬০ কোটি টাকা। যদিও হৃত্বিক এর আগেও ‘ওয়ার’ ছবিতে মোটা টাকাই পারিশ্রমিক নিয়েছিলেন। যশরাজের স্পাই ইউনিভার্সে এবার নতুন মুখ জুনিয়র এনটিআর। তাই তুলনায় কিছুটা পারিশ্রমিকের ব্যবধান থাকলেও, গল্পে ব্যালন্স বজায় রেখেই তাঁদের চরিত্র সাজানো হয়েছে।


স্পাই ইউনিভার্সে ‘টাইগার’, ‘পাঠান’-এর পর এবার কবির ও এনটিআর-কে নিয়ে তৈরি হচ্ছে ‘ওয়ার ২’। ছবির পরিচালনায় রয়েছেন ‘ব্রহ্মাস্ত্র’ খ্যাত আয়ন মুখোপাধ্যায়। টিজ়ার মুক্তির পরই ছবি চর্চায়। কিয়ারা আডবানি হটলুকে ইতিমধ্যেই ভাইরাল। সম্ভাব্য ২০২৫-এর শেষেই এই ছবি বড়পর্দায় মুক্তি পেতে পারে। ওয়ার বক্স অফিসে ঝড় তুলেছিল, এখন দেখার ওয়ার ২ বক্স অফিসে কতটা প্রভাব ফেলতে পারে।


শেয়ার করুন