ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার চাপাসার সীমান্ত দিয়ে পুশইন করার সময় ১৭ জনকে আটক করেছে বিজিবি। স্থানীয় সুত্রে জানাযায় যে, ভারত থেকে অবৈধ পথে বাংলাদেশে অনুপ্রবেশের সময় তাদের আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ শনিবার (১৭ মে) আন্তর্জাতিকমান সময় ১৭ ঘটিকায় হরিপুর উপজেলার চাপাসার বিওপি এলাকা থেকে ৩ জন পুরুষ ও ১১ জন নারী ৩জন শিশুকে আটক করে দিনাজপুর ৪২ ব্যাটালিয়ানভুক্ত বিজিবি জওয়ানরা।
বিজিবি সূত্রে জানাযায় যে চাপসার বিওপি’র টহলদল সীমান্তের মেইন পিলার ৩৪৮/২এস থেকে প্রায় ২০ গজ বাংলাদেশে অভ্যন্তরে রামপুর নামক স্থানে কিছু লোকের চলাফেরা সন্দেহজনক মনে হলে ঐ লোকগুলোকে আটক করে বিজিবি আটকের পর প্রাথমিক জিজ্ঞাসা বাদে তাঁরা বাংলাদেশী নাগরিক বলে দাবি করে আটককৃতদের দেওয়া তথ্য মতে, ১৭ জন হলেন-যশোরের বেনাপোল থানার রফিকুল ইসলামের স্ত্রী মোছা. পারভীন বেগম (৪৫), ঝিনাইদহের কোট চাঁদপুর থানার মৃত সহিরুল ইসলামের স্ত্রী নাসিমা বেগম (৪৫), যশোরের শার্শা থানার মৃত রবিউল ইসলামের স্ত্রী মোছা. নুরুন নাহার বেগম (৫০), পটুয়াখালীর কলাপাড়া থানার মৃত ইউসুফ আলীর স্ত্রী মোছা. ময়না বেগম (৫০), যশোরের সদর থানার মৃত আরশাদুল হকের স্ত্রী মোছা. শায়না শেখ (৪০), ঝিকরগাছা থানার মৃত রবিউল গাজীর স্ত্রী মোছা. রহিমা গাজী (৪৫), মনিরামপুর থানার আলআমিন মিয়ার স্ত্রী মোছা. বিলকিছ বেগম (৩৫), খাগড়াছড়ির দীঘিনালা থানার রুহুল আমিনের স্ত্রী মোছা. রাশিদা বেগম (৬০), রুহুল আমিনের ছেলে সাইফুল ইসলাম (৩৫), সাইফুল ইসলামের স্ত্রী মোছা. নুরতাজ বেগম (৩০), সাইফুল ইসলামের মেয়ে সায়রা খাতুন (১১), সাইফুল ইসলামের ছেলে সোহেল (৭), বরিশালের গৌরনদী থানার সোহেল শিকদারের স্ত্রী নাছিমা বেগম (৩৫), নড়াইলের কালিয়া থানার ইলিয়াস মোল্লার ছেলে রহিম (১৬), ইলিয়াস মোল্লার স্ত্রী মোছা. লাভলী (৩৫), ইলিয়াস মোল্লার ছেলে মো. সামিউল মোল্লা (৪), ইলিয়াস মোল্লার মেয়ে আফসানা মোল্লা (৬)। হরিপুর থানার অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ জাকারিয়া মন্ডল জানান তিনি বিষয়টি জেনেছেন, চাপাসার বিজিবি ক্যাম্পে আটক ব্যক্তিদের কাছে সীমান্ত পারাপারের কোন বৈধ কাগজপত্র আছে কিনা তা যাচাই করছেন বিজিবি রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি।