১৭ মে ২০২৫, শনিবার, ০৬:০৮:১৯ অপরাহ্ন
হাঁটু গেড়ে ইতালির প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা
  • আপডেট করা হয়েছে : ১৭-০৫-২০২৫
হাঁটু গেড়ে ইতালির প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা

প্রেমিক প্রেমিকাকে নানাভাবে অভ্যর্থনা জানায় । তবে ইদানীং হাঁটু গেড়ে প্রেমিকাকে ফুল দিয়ে কিংবা বিয়ের প্রস্তাব দেওয়ার প্রচলন খুব বেশি । কিন্তু কোনো সরকার প্রধান আরেক সরকার প্রধানদের এভাবে অভ্যর্থনা জানানোর প্রচলন নেই বললেই চলে । তবে এবার সেই দৃশ্যই দেখালেন আলবেনিয়ার প্রধানমন্ত্রী এডি রামা।


হাঁটু গেড়ে বসে শুক্রবার (১৬ মে) ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিকে স্বাগত জানিয়েছেন প্রধানমন্ত্রী রামা । এই অভ্যর্থনার দৃশ্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। 


আসলে ইউরোপিয়ান পলিটিক্যাল কমিউনিটি সামিটে (ইপিসি) আসেন মেলোনি। রেড কার্পেটের উপর দিয়ে যখন হেঁটে আসছিলেন, সেই সময় হাঁটু গেড়ে বসে ইতালির প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান আলবানিয়ার প্রধানমন্ত্রী। তাতে হয়তো কিছুটা লজ্জাই পান মেলোনি। রামাকে উদ্দেশ করে কিছু বলতে থাকেন। 


তারপর হেঁটে গিয়ে আলিঙ্গন করেন আলবানিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে । রামা মেলোনিকে ইতালির ‘বোন' হিসেবেও উল্লেখ করেন। তবে শুধু মেলোনিকে এরকমভাবে স্বাগত জানাননি আলবানিয়ার প্রধানমন্ত্রী, সম্মেলনে যোগ দেওয়া ৪০ জনের বেশি নেতাকে উষ্ণ অভ্যর্থনা জানান । 


শেয়ার করুন