০৯ মে ২০২৫, শুক্রবার, ০৪:০৮:৪১ পূর্বাহ্ন
ভারতের নতুন হামলা, লাহোরের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংসের দাবি
  • আপডেট করা হয়েছে : ০৮-০৫-২০২৫
ভারতের নতুন হামলা, লাহোরের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংসের দাবি

বিমান হামলা চালানোর একদিন পর বৃহস্পতিবার (৮ এপ্রিল) ভারতীয় সশস্ত্র বাহিনী পাকিস্তানের বেশ কয়েকটি স্থানে বিমান প্রতিরক্ষা ব্যবস্থায় হামলা চালিয়েছে।


হিন্দুস্তান টাইমের প্রতিবেদনে অনুসারে, ভারত সরকার বিবৃতিতে জানিয়েছে, লাহোরে একটি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা নিষ্ক্রিয় করা হয়েছে।


বিবৃতিতে বলা হয়েছে, আজ সকালে ভারতীয় সশস্ত্র বাহিনী পাকিস্তানের বেশ কয়েকটি স্থানে বিমান প্রতিরক্ষা রাডার এবং সিস্টেমগুলোকে লক্ষ্যবস্তু করেছে। নির্ভরযোগ্যভাবে জানা গেছে যে, লাহোরে একটি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা নিষ্ক্রিয় হয়েছে।


বিবৃতিতে ভারত সরকার আরও উল্লেখ করে, কাশ্মীরের কুপওয়ারা, বারামুল্লা, উরি, পুঞ্চ, মেন্ধার এবং রাজৌরি সেক্টরে মর্টার এবং ভারী ক্যালিবার আর্টিলারি ব্যবহার করে নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে পাকিস্তান বিনা উস্কানিতে গুলিবর্ষণের তীব্রতা বাড়িয়েছে।


ভারত আরও দাবি করেছে, গত রাতে পাকিস্তান বেশ কয়েকটি সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালানোর চেষ্টা করেছে।


শেয়ার করুন