০৫ মে ২০২৫, সোমবার, ০৯:১৬:২০ অপরাহ্ন
মিয়ানমারে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৭১৯
স্টাফ রিপোর্টার :
  • আপডেট করা হয়েছে : ০১-০৪-২০২৫
মিয়ানমারে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৭১৯

মিয়ানমারে শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৭১৯ জনে দাঁড়িয়েছে বলে ক্ষমতাসীন জান্তা প্রধান মিন অঙ হ্লাইং জানিয়েছেন।

মঙ্গলবার দেশটির রাষ্ট্রায়ত্ত টেলিভিশনে দেওয়া ভাষণে তিনি বলেছেন, এ প্রাকৃতিক দুর্যোগে আরও ৪৫২১ জন আহত হয়েছেন এবং ৪০০ জনেরও বেশি নিখোঁজ রয়েছেন।

ভয়াবহ এ ভূমিকম্পে মৃতের সংখ্যা ৩০০০ ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।


গত শুক্রবার মিয়ানমারের মধ্যাঞ্চলে ৭ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পটি হয়। তীব্র এ ভূমিকম্পে মিয়ানমারে মৃতের সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে যেতে পারে বলে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএসের এক হিসাব থেকে ধারণা পাওয়া গেছে।

ভূমিকম্পে মিয়ানমারের গুরুত্বপূর্ণ অবকাঠামো—সেতু, মহাসড়ক, বিমানবন্দর ও রেলপথ—ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় মানবিক সহায়তার প্রচেষ্টা ব্যাহত হচ্ছে। চলমান গৃহযুদ্ধের কারণে আগেই দেশটির অর্থনীতি বিপর্যস্ত হয়েছে, এখন মারাত্মক ভূমিকম্পের পর পরিস্থিতি আরও নাজুক আকার ধারণ করবে বলে মনে করা হচ্ছে।

ত্রাণ সংস্থাগুলো মিয়ানমারের সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে পৌঁছানো শুরু করেছে। সংস্থাগুলো জানিয়েছে, এসব এলাকায় খাবার, পানি ও আশ্রয়ের তীব্র অভাব চলছে।



শেয়ার করুন