০৭ ডিসেম্বর ২০২৪, শনিবার, ০৬:৩৮:১০ অপরাহ্ন
উগান্ডার কেন্দ্রীয় ব্যাংক থেকে প্রায় ১৭ মিলিয়ন ডলার চুরি
  • আপডেট করা হয়েছে : ২৮-১১-২০২৪
উগান্ডার কেন্দ্রীয় ব্যাংক থেকে প্রায় ১৭ মিলিয়ন ডলার চুরি

উগান্ডার কেন্দ্রীয় ব্যাংক থেকে ৬২ বিলিয়ন উগান্ডান শিলিং (প্রায় ১৭ মিলিয়ন ডলার) চুরি করেছে হ্যাকাররা। রাষ্ট্রীয় মালিকানাধীন নিউ ভিশন সংবাদপত্র বৃহস্পতিবার (২৮ নভেম্বর) এ খবর জানিয়েছে।


হ্যাকাররা ব্যাংক অব উগান্ডার আইটি সিস্টেম হ্যাক করে এবং চলতি মাসের শুরুর দিকে অবৈধভাবে এসব অর্থ স্থানান্তর করে।


নাম প্রকাশে অনিচ্ছুক ব্যাংক সূত্রের বরাত দিয়ে নিউ ভিশন জানিয়েছে, দক্ষিণ-পূর্ব এশিয়াভিত্তিক হ্যাকিং গ্রুপ 'ওয়েস্ট' (waste) চুরি হওয়া অর্থের কিছু অংশ জাপানে পাঠিয়েছে বলে প্রাথমিকভাবে খবর পাওয়া গেছে।


এ বিষয়ে মন্তব্যের জন্য রয়টার্সের অনুরোধে তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি ব্যাংক অব উগান্ডা। দেশটির পুলিশ কর্তৃপক্ষও মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি।


সংবাদপত্র নিউ ভিশন জানিয়েছে, হ্যাকারদের কাছ থেকে অর্ধেকের বেশি অর্থ সফলভাবে উদ্ধার করেছে কেন্দ্রীয় ব্যাংক। সাইবার হামলার ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ইয়োয়েরি মুসেভেনি।


পৃথকভাবে উগান্ডার বৃহত্তম স্বাধীন সংবাদপত্র ডেইলি মনিটর জানিয়েছে, চুরির ঘটনায় অভ্যন্তরীণ ব্যক্তিদের যোগসাজশ থাকতে পারে।


এর আগেও উগান্ডায় ব্যাংক এবং টেলিকম সংস্থাসহ অন্যান্য আর্থিক পরিষেবা সরবরাহকারীদের তথ্য চুরির ঘটনা বহুবার ঘটেছে।


পুলিশ কর্মকর্তারা বলছেন, গ্রাহকদ হারানোর ভয়ে কিছু ব্যাংক হ্যাক হওয়ার মতো তথ্য প্রকাশ্যে স্বীকার করতে দ্বিধাবোধ করছে।


শেয়ার করুন