০৭ ডিসেম্বর ২০২৪, শনিবার, ০৬:৪২:২০ অপরাহ্ন
সিরিজ জয়ের লক্ষ্যে এক পরিবর্তন নিয়ে মাঠে বাংলাদেশ
  • আপডেট করা হয়েছে : ১৩-০৭-২০২২
সিরিজ জয়ের লক্ষ্যে এক পরিবর্তন নিয়ে মাঠে বাংলাদেশ

জিতলেই সিরিজ নিশ্চিত। আর সিরিজ জয়ের লক্ষ্যে এক পরিবর্তন নিয়ে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক তামিম ইকবাল। 

গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে দ্বিতীয় ওয়ানডে ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে। 

এই ম্যাচে বাংলাদেশ জিতলে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত হবে। তবে হেরে গেলে সিরিজে ফেরার সুযোগ পাবে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। তখন সিরিজের শেষ ম্যাচটি হবে ‘অঘোষিত’ ফাইনাল।

তবে অঘোষিত সেই ফাইনাল পর্যন্ত অপেক্ষায় থাকতে নারাজ বাংলাদেশ। 

প্রথম ওয়ানডেতে খেলা পেসার তাসকিন আহমেদের পরিবর্তে আজ দ্বিতীয় ম্যাচে একাদশে ফেরানো হয়েছে অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকতকে। 

জয়ে ফিরতে দুটি পরিবর্তন নিয়ে খেলছে স্বাগতিক উইন্ডিজ। প্রথম ওয়ানডেতে খেলা জেডেন সিলস ও অ্যান্ডারসন ফিলিপকে বসিয়ে আলজারি জোসেফ ও কিমো পলকে দলে নিয়েছে ক্যারিবীয়রা। 

বাংলাদেশ দল: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, নুরুল হাসান সোহান, মেহেদি হাসান মিরাজ, মোসাদ্দেক হোসেন সৈকত, নাসুম আহমেদ, শরিফুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।

ওয়েস্ট ইন্ডিজ: নিকোলাস পুরান (অধিনায়ক), শাই হোপ, রোভম্যান পাওয়েল, শেমার ব্রুকস, ব্র্যান্ডন কিং, কাইল মায়ার্স, রোমারিও শেফার্ড, কিমো পল, গুদাকেশ মতি, আলজারি জোসেফ ও আকিল হোসেন। 

শেয়ার করুন