০৪ নভেম্বর ২০২৪, সোমবার, ১১:১১:০৫ অপরাহ্ন
গোদাগাড়ীতে হেরোইনসহ মাদককারবারী গ্রেপ্তার
  • আপডেট করা হয়েছে : ২৯-১০-২০২৪
গোদাগাড়ীতে হেরোইনসহ মাদককারবারী গ্রেপ্তার

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় ৬০০ গ্রাম হেরোইনসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী আরিফুল ইসলামকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫। সোমবার (২৮ অক্টোবর) ভোর ৪টায় উপজেলার সাগুয়ান ঘুন্টিঘর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আরিফুল ওই এলাকার বাসিন্দা আজিজুল হকের ছেলে।


র‌্যাবের প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫, সিপিএসসি এর একটি দল জানতে পারে যে, গোদাগাড়ী থানাধীন সাগুয়ান ঘুন্টিঘর এলাকায় এক ব্যক্তি মাদক মজুদ রেখে বিক্রির প্রস্তুতি নিচ্ছে। এরপর র‌্যাবের গোয়েন্দা দল আসামীর গতিবিধি পর্যবেক্ষণ করে এবং গভীর রাতে অভিযানে গিয়ে তাকে হাতে-নাতে আটক করে।


আটকের পর আরিফুলের দেয়া তথ্য অনুযায়ী, তার বাড়ির মাটির চুলার মধ্যে লুকানো ৬০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। র‌্যাব জানায়, আরিফুল দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে হেরোইন ও অন্যান্য মাদক সংগ্রহ করে রাজশাহীসহ বিভিন্ন এলাকায় সরবরাহ করছিল।


আসামির বিরুদ্ধে গোদাগাড়ী থানায় মামলা দায়ের করে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।







শেয়ার করুন